মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩০ পূর্বাহ্ন

মাসদাইরে ব্যবাসায়ীর হাত কেটে দিলো মাদক ব্যাবসায়ী,সন্ত্রাসী, সেলিম বাহিনী

  • আপডেট সময় শুক্রবার, ২ আগস্ট, ২০২৪, ৭.২৭ এএম
  • ১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ফতুল্লার মাসদাইর এলাকার চিনহিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী সেলিম ওরফে কসাই সেলিম এর অত্যাচারে অতিষ্ঠ পুরো মাসদাইরবাসী।মাসদাইর গুদারাঘাটের মুদি দোকানি গোলাম মোস্তফা রনিকে কুপিয়ে হাতের আগুংল কেটে ফেলে সেলিম ও তার সহযোগীরা।পরে তার দোকান ভাংচুর ব্যাপক লুটতারাজ চালায় এই বাহিনীর সদ্যসরা।রনিকে বাঁচাতে এগিয়ে আসায় তার শালক নাদিমকেও কুপিয়ে যখম করে সেলিম বাহিনীর সদস্যরা।
বেশকিছুদিন যাবৎ ধরে মাসদাইর এলাকার মুদি দোকানির গোলাম মোস্তফা রনির দোকান থেকে বিকাশ,নগদ সহ আরও অন্যনায় মোবাইল ব্যাংকিং সেবা নিতো মাসদাইর এলাকার বাসিন্দা মাদক ব্যবসায়ী সেলিম ওরফে কসাই সেলিম।প্রতিনিয়ত চলতো তার এমন কার্যক্রম তবে কখনই নগদ অর্থ দিয়েন না সেলিম রনিকে।সেলিম এর কাছে টাকা চাইলে দেই দিচ্ছি বলে প্রতিনিয়ত ঘুরাত।গত কয়েকদিন ধরে রনি সেলিমকে টাকার জন্য চাপ প্রয়োগ করলে সেলিম এক পর্যায়ে রনির উপর চারাও হয় এবং তাকে নানা রকম হুমকি ধামকি দেয়।
গতকাল ৩১ জুলাই রাত ১১টায় সেলিম পুনরায় রনির দোকানে বিকাশে টাকা পাঠাতে গেলে ঘটে বিপত্তি।রনি সেলিমকে বলে আপনার আগের টাকা পরিশোধ করলে আমি টাকা পাঠাবো আর তা না হলে পাঠাবো না।তাৎক্ষনিক সেলিম রনির উপর চাড়াও হয়ে তাকে অখথ্য ভাষায় গালাগালি করে প্রান নাশের হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়।
পর্বর্তিতে সেলিম তার সাথে ১০ থেকে ১৫ জনের বাহিনী নিয়ে রনির দোকানে হামলা করে।তখন সেলিমের হাতে থাকা রাম-দা দিয়ে রনি মাথায় কোপ দিলে রনি তার ফেরাতে গেলে তার ডান হাতের দুইটি আঙ্গুল কোপের আঘাতে গুরুতর জখম হয়।এর পর রনি যখন এই অবস্থায় মাটিতে পরে যায় তখনই তার দোকানে ব্যাপক লুটপাট চালায় সেলিমের প্রধান সহযোগী শান্ত সহ বাহিনীর সকল সদস্যরা।
এর পর রনির দোকানে হামলার খবর পেয়ে তার শালক নাদিম রনির দোকানে ছুটে আসলে তখন সেলিমের প্রধান সহযোগী শান্ত তার হাতে থাকা রাম-দা দিয়ে নাদিমের মাথায় কোপ দিতে তার ঠেকাতে নাদিম হাত মাথায় দিলে তার হাতে ৩টি আঙ্গুল খুব গুরুতর ভাবে যখন হয়। পরে সেলিম ও তার বাহিনীর সদস্যরা রনিকে নানা প্রকার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়।
তারপর এলাকাবাসীর সহযোগিতায় প্রথমে তারা নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেন হাসপাতালে গেলে সেখানে থাকা কর্ত্যবরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল পাঠিয়ে দেয়।পরে রনি ঢাকা মেদিকেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে নারায়ণগঞ্জ ফিরে ১ আগস্ট দুপুরে ফতুল্লা থানায় নিজে বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।

এই বিষয় ফতুল্লা থানায় ওসি নুরে আজম মিয়া জানায়,আমরা ইতিমধ্যে ঘটনাটি জানতে পেরেছি আমরা খুব দ্রুতই আইনিপদক্ষেপ গ্রহণ করবো

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort