সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০২ অপরাহ্ন

মানুষের বিনয় মানুষকে প্রতিষ্ঠিত করে: লিপি ওসমান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ৩.৫০ এএম
  • ১৪১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উপদেষ্টা পরিষদের সদস্য সালমা ওসমান লিপি বলেছেন, আমি প্রথম এরকম কোন অনুষ্ঠানে আসলাম এবং প্রথম এমন কোন কমিটির সাথে আমি সংযুক্ত হলাম। আমি কাজ করতে পছন্দ করি। একদম তৃনমুল পর্যায়ে আমার পদাচারণা, যারা আমার সহায়ক তাদেরও তেমন কোন পদ পদবি নাই। আমরা সবাই যদি একে অপরকে সহায়তা করি তাহলে আলাদা ভাবে সমাজ প্রতিষ্ঠিত করার কোন প্রয়োজন হবে না। আজকে তুমি ভালো হয়ে গেলে কাল তুমি কোন অপরাধ করবে না। অনেক কমিটি তৈরি হলেও তেমন কিছু করতে পারে না, তবে কিছু কিছু কমিটি তাদের কাজের স্বাক্ষর রেখে যায়। তারাই সফল হয় যারা স্বার্থ ছাড়া মানুষের উপকার করে, তাদের পাশে দাঁড়ায়।

বুধবার (২৭ জুলাই) বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ক্লথ মার্চেন্টস এসোসিয়েশন ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি প্রবীর কুমার সাহার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া সেল এর চেয়ারম্যান ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের জেনারেল সেক্রেটারি তানভীর আহমেদ টিটু।

সালমা ওসমান লিপি বলেন, সবার বক্তব্যে একটা কথা পরিস্কার যে, আমরা সবাই যাতে এই কমিউনিটি পুলিশিং এর সদস্য হয়ে যাই। পুলিশের কাধে যেমন দায়িত্ব থাকে, তারা রাতে জাগলে আমরা শান্তিতে ঘুমাতে পারি; সেরকমই হয়ে যাই। আমরা সবাই বলবো আমরা জনগন পুলিশ। যখন আমরা সবাই এগিয়ে আসবো তখন সমাজ এমনিতেই প্রতিষ্ঠিত হয়ে যাবে। ‘সার্ভ দ্রা পিপল, সার্ভ দ্যা হিউমিনিটি’ এইটুকু কাজ যদি করি তাহলে আমার মনে হয় আমাদের কারোই পিছনে ফিরে তাকাতে হবে না।

তিনি আরও বলেন, আমি এই কমিটিতে উপদেষ্টা হিসেবে আছি। যখনই আমার প্রয়োজন হবে আমি প্রতিজ্ঞা বদ্ধ, আমি থাকবো পাশে। ‘সার্ভ দ্রা পিপল, সার্ভ দ্যা হিউমিনিটি’ সেই কাজে নিয়োজিত থাকতে চাই। যাতে আল্লাহ আমাকে হাশরের ময়দানে ক্ষমা করেন। মানুষের বিনয় মানুষকে প্রতিষ্ঠিত করে, এবার যে যেই পোষ্ট এ থাকুক না কেন। নারায়ণগঞ্জে প্রশাসনের সাথে যুক্ত সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি।

এসময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজ পদে পদোন্নতি প্রাপ্ত) ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের প্রধান উপদেষ্টা মোহাম্মদ জায়েদুল আলম, নারায়ণগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উপদেষ্টা পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হাই, নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উপদেষ্টা পরিষদের সদস্য সালমা ওসমান লিপি, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চন্দন শীল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. ইসমত আরা, জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের ভাইস প্রেসিডেন্ট কাওসার আহাম্মেদ পলাশ, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের ভাইস প্রেসিডেন্ট শাহ্ নিজাম, নারায়ণগঞ্জ বার এসোসিয়েশনের সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, নারায়ণগঞ্জ বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের ভাইস প্রেসিডেন্ট এড. মুহাম্মদ মহসীন মিয়া, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের অফিস সেক্রেটারী ও অনলাইন নিউজ পোর্টাল ‘লাইভ নারায়ণগঞ্জ’র সিইও মোহাম্মদ কামাল হোসেন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort