
বৃহস্পতিবার ও গত শুক্রবার রাত ৩,৩১ অতিক্রম করছে মহাবিশ্বের জাগতিক কর্ষবিন্নাশ ও চন্দ্র কোষের শক্তিতৈরি সঞ্চয়ের অঙ্গাণু রূপান্তর। খুব সম্ভবত পৃথিবীর নিকটতম ভাগ্য সুপ্রসন্ন পরিবর্তন করে কারো কাছে অবতীর্ণ। নারায়ণগঞ্জ ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুল সাহেব তার নিকটতম সন্ধিক্ষণ বিবেচিত, (বিবেচনায় নয়) জ্যোতিস্ময় অধ্যকাল জ্ঞান বিশ্লেষণ অভিজ্ঞতা সুপ্রসন্ন পরিবর্তন করে, তবে মহাবিশ্বের জাগতিক বাস্তবতা পৃথিবী কোনো কেন্দ্রবিন্দু স্পর্শ করে এই বিশ্লেষন থেকে আন্তরিক অভিনন্দন জানাই মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুল (চেয়ারম্যান প্রাইম গ্রুপ)। আপনার প্রতি মানুষের বিশ্বাস ভালোবাসা এই নির্বাচন কে কেন্দ্র করে আরও সূদুর প্রসারিত হতে যাচ্ছে। আমার সর্বচ্য জ্যোতিবিন্নাষে আপনার প্রতি, আপনাকে স্বাগত জানাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিচক্ষণ ও সচেতন। আপনাকে মনোনয়ন দিয়ে নারায়ণগঞ্জ কে নতুন করে পূনরায়
উন্নয়নের ধারাবাহিক পরিবর্তন দেখতে চায়। জনগণের মনোনীত হয়ে আপনি জনগণের পাশে থাকবেন। আমার ফলক চিন্তা ও জ্যোতিসার্চের নিয়তি নিশ্চয়ই আপনি হচ্ছেন নারায়ণগঞ্জ ৫ আসনের অভিভাবক। আপনার প্রতি আমার বিশ্বাস হউক সুরক্ষিত জনগণের কল্যাণে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিশ্বাসের মুল্যাণে জনগণের পাশে থেকে জনাব তারেক রহমান কে এগিয়ে নিয়ে যাবেন মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুল (চেয়ারম্যান প্রাইম গ্রুপ) আপনাদের সেবা করার সহায়তা ও সহযোগিতা আশাবাদী। ভালোবাসার বিশ্বাস হউক জনতার মাঝে।