ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কাঁচামাটিয়া নদীর সেতু ভেঙে পড়ায় ১০ গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন স্থানীয়রা। এই অবস্থায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
গত ১২ জুলাই বিকেলে উপজেলার সোহাগী বাজার হতে দেওয়ানগঞ্জ বাজার সড়কের সাহেব নগর এলাকায় কাঁচামাটিয়া নদীর ওপর নির্মিত এই সেতুটি ভেঙে পড়ে।
গত ২৫ বছর আগে ১৯৯৯ সালের ২ জানুয়ারি এই সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার। ৭৫ দশমিক ১০ মিটার দীর্ঘ ও ৮ ফুট প্রস্থের এই সেতুটি নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ‘স্বল্প ব্যয়ে গ্রামীণ সড়কে ব্রিজ/কালভার্ট নির্মাণ প্রকল্প’ শিরোনামে এই সেতুটি নির্মিত হয়। তবে, দীর্ঘ সময় আগে নির্মিত এই সেতুর নির্মাণ ব্যয় জানা যায়নি।