৩১ ডিসেম্বর মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় মদনগঞ্জ পায়রা চত্বর পার্কে মদনগঞ্জ পায়রা চত্বর তরুন সংঘের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়।
ঢাকা রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতালের বিভাগীয় প্রধান (এইচওডি) ডা. ফরহাদ আহাম্মেদ জেনিথ’র সভাপতিত্বে ও মো. মাজহারুল ইসলাম (পুস্প)’র ধারাভাষ্যে উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মো. সাগর।
খেলাটি উদ্ভোদন করেন, মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি মো. মোস্তফা খান মিঠু।
বিশেষ অতিথি ছিলেন, মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের কৃতি খেলোয়ার দলিল উদ্দিন দলুন, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, হাজী শরিফুল ইসলাম স্বপন, ফারুক চৌধুরী, আলী নওশাদ আনোয়ার তুষার, আল মামুন, রোকনুজ্জামান রুকন, মো. পনির, মো. জামান, মো. মাসুদ।
I- STAR LINK WIFI এর সৌজন্যে খেলায় অংশগ্রহন করেন, আই ষ্টার লিংক বনাম পায়রা কিং। খেলায় ৫ উইকেটে পায়রা কিং জয়লাভ করেন।
পরিচালনায় ছিলেন, মদনগঞ্জ পায়রা চত্বর তরুন সংঘ।