বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আইভীর জামিন স্থগিত, শুনানি ১৭ নভেম্বর ফতুল্লায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার আড়াইহাজারে আওয়ামী লীগের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার নারায়ণগঞ্জে বেসরকারি হাসপাতাল মালিকদের নিয়ে মতবিনিময় সভা বন্দরে আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে কাদিয়ানীদের রাষ্ট্রিয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সোনারগাঁয়ে বিক্ষোভ মিছিল আন্দোলনকারীদের নিবৃত্ত করলেন নাসিক’র প্রধান নির্বাহী কর্মকর্তা এবার তোলারাম কলেজে ছাত্রদলের তোপের মুখে হাতেম না.গঞ্জে গ্রাম আদালত বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ ও মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ সিদ্ধিরগঞ্জে নাজমুল হাসান খোকন স্মৃতি সংসদে গভীর রাতে দুর্বৃত্তদের আগুন

ভিক্টোরিয়া হাসপাতালে শিল্পপতি বাবুলের ডেঙ্গু কিট প্রদান

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৬.২৪ এএম
  • ৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্ন ও ৫ শত ডেঙ্গু কিট প্রদান করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আবু জাফর আহমেদ বাবুল।

সোমবার (১০ নভেম্বর) আবু জাফর আহমেদ বাবুল হাসপাতালে পৌঁছলে তাকে স্বাগত জানান হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মো. জহিরুল ইসলাম।
এসময় আবু জাফর আহমেদ বাবুল হাসপাতালের পরিবেশ ও চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আলাপ আলোচনা করেন তার সাথে। প্রায় ৫শত ডেঙ্গু কিট হস্তান্তর করেন তিনি এবং পরবর্তীতে প্রয়োজনে আরো সরবরাহ করার কথা জানান।

আবু জাফর আহমেদ বাবুলকে ধন্যবাদ জানিয়ে আরএমও ডা. মো. জহিরুল ইসলাম বলেন, দৈনিক আমাদের হাসপাতালে প্রায় ১শত ডেঙ্গু কিট প্রয়োজন হয়।

নারায়ণগঞ্জ একটি ঘনবসতিপূর্ণ শিল্প নগরী হওয়াতে ডেঙ্গুর প্রভাব অনেক বেশি, আবু জাফর আহমেদ বাবুল ভাই আমাদের হাসপাতালে এ কিট গুলো দেওয়ায় হাসপাতালের চিকিৎসা কার্যক্রমে সহায়তা হবে।

উনি আমাদের ডেঙ্গু কিট গুলো দিয়ে রোগীদের সেবায় এগিয়ে এসেছেন এবং নিজ কর্মীদের দিয়ে হাসপাতালের প্রধান ফটক থেকে শুরু করে আনাচে কানাচে পরিস্কার পরিচ্ছন্নতা কাজে সহায়তা করাচ্ছেন। এমন মহৎ কাজে সবাইকে এগিয়ে আসা উচিৎ।

এরপর আবু জাফর আহমেদ বাবুল হাসপাতালে আগত রোগীদের সাথে কথা বলেন, তাদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং হাসপাতাল পরিদর্শন করেন। তিনি বলেন, এখানে রোগীরা আসে সেবা নিতে, সেবা প্রদানের সাথে হাসপাতালের পরিবেশও পরিচ্ছন্ন রাখা দরকার।

পরিস্কার পরিচ্ছন্ন থাকলে মন প্রান ভালো থাকে, উৎফুল্ল লাগে। আমার সেচ্ছাসেবক ভাইয়েরা আজকে থেকে এই হাসপাতালের পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়নে কাজ করবে।

জনস্বার্থে আমার এধরনের কাজ অব্যাহত থাকবে। কর্তৃপক্ষ যখন আমাকে ডাকবে আমি তখনই সাড়া দিবো।

তার সাথে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক- আক্তার হোসেন খোকন শাহ, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকতউল্লাহ, সাধারণ সম্পাদক-মাহবুব হোসেন খান, বিএনপি নেতা সমর কুমার ধর হাসপাতালের আউটডোর সুপারভাইছ সাউদ, ওয়ার্ড মাষ্টার শাহাদাত হোসেন সহ আরো অনেকে।

উল্লেখ্য যে, এর আগে একইভাবে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালেও তিনি ডেঙ্গু কিট বিতরণ ও পরিবেশ উন্নয়নে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছেন যা এখনো অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort