এতদিন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি ছিল ডোয়াইন ব্রাভোর। ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি মিডিয়াম পেসার ৫৮২ ম্যাচে ঝুলিতে পুরেছিলেন ৬৩১ উইকেট। রশিদ খান সেই রেকর্ড নিজের করেছেন ব্রাভোর চেয়ে ১২১ ম্যাচ কম খেলে।
টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেটশিকারীর তালিকায় এখন সবার ওপরে আফগানিস্তানের তারকা লেগি। মঙ্গলবার এসএ২০-তে প্রথম কোয়ালিফায়ারে খেলার পথে এই ইতিহাস লেখেন। রশিদের ঝুলিতে এখন ৪৬১ ম্যাচে ৬৩৩ উইকেট।
ইতিহাস গড়ার পর রশিদ খান বলেন, ‘এটি একটি অসাধারণ অর্জন। কখনো ভাবিনি যে এখানে আসতে পারবো। যদি ১০ বছর আগে কেউ আমাকে জিজ্ঞেস করতো, কখনও এ সম্পর্কে চিন্তাও করিনি। আফগানিস্তান থেকে এই পর্যায়ে পৌঁছানো একটি গর্বের বিষয়। ডিজে (ব্রাভো) টি-টোয়েন্টির সেরা বোলারদের একজন। এটি একটি বড় সম্মান এবং আমি এই ধারা চালিয়ে যাওয়ার জন্য মুখিয়ে আছি।’
২০১৫ সালে টি-টোয়েন্টি অভিষেক হয় রশিদের। এরপর এখন পর্যন্ত এই ফরম্যাটে খেলেছেন ৪৬১ ম্যাচ। মিতব্যয়ী বোলিং এবং দুর্দান্ত সব ব্রেক থ্রু এনে দেওয়ার ক্ষমতা তাকে টি-টোয়েন্টির ফেরিওয়ালা বানিয়েছে। আফগান এই তারকা এখন জাতীয় দলের পাশাপাশি বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছেন।