আরও একবার ব্যর্থ বাংলাদেশের ব্যাটিংইয়ে ব্যর্থ। প্রথম ইনিংসে ১৬৪ রানে অলআউট হয়েছে টাইগাররা।
প্রথম দিনে ভেজা আউটফিল্ডের কারণে দুই সেশন বল মাঠে গড়ানি। খেলা হয় মাত্র এক সেশন। ৩০ ওভারে ২ উইকেটে ৬৯ রান সংগ্রহ করে দিন শেষ করেছিল বাংলাদেশ। সাদমান ইসলাম ৫০ ও শাহদাত হোসেন দিপু ১২ রান নিয়ে দ্বিতীয় দিনে খেলতে নামে।
দেখেশুনে খেলতে থাকেন এই দুই ব্যাটার। তবে দলীয় ৮৩ থেকে ৯৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দিপু ২২, লিটন দাস ১, জাকের আলি ১ ও সাদমান ৬৪ রান করে আউট হন।
এরপর তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে কিছুটা লড়াই করেন মেহেদী হাসান মিরাজ। তবে শেষ পর্যন্ত ৭১ ওভার ৪ বলে ১৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ৭৫ বলে ৩৬ রান করেন মিরাজ।