ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে রান করেছে ৪৫০। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের রান যোগ করলে হয় ৪০১। উইন্ডিজের প্রথম ইনিংসের রান বিবেচনায় নিলে বাংলাদেশ এখানেও হেরে যায় ৪৯ রানে। দুই ইনিংস মিলিয়ে হারের ব্যবধান চারগুণ তথা ২০১ রান!
হারের ধরনই বলে দিচ্ছে বাংলাদেশ একের পর এক টেস্ট হেরে যাচ্ছে ব্যাটিং ব্যর্থতায়। ভারত সফর থেকে শুরু, মাঝে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা আর বর্তমানে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। টানা পাঁচ টেস্টের কোনোটিতে লড়াইটুকু করতে পারেনি লাল সবুজের দল, যায়নি শেষ দিন শেষ সেশন পর্যন্তও।
এই সিরিজ খেলছে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর অভিজ্ঞ মুশফিকুর রহিম ছাড়া। দুজনে আগের চাআর টেস্টে থাকলেও ফল ছিল একই। নামের পরিবর্তন হলেও পারফরম্যান্স যেই সেই। ইনজুরির কারণ হোক কিংবা ফর্মহীনতায় বাদ পড়ার পর বিকল্প যে আসছে তার পারফরম্যান্সও সেই একই।