স্টাফ রিপোর্টারঃ বৈষম্য বিরোধী ছাত্র- জনতার আন্দোলনের সকল শহিদের স্মরনে আহতদের সুস্থতা কামনায় ১১ অক্টোবর শুক্রবার বিকাল ৪টায় বন্দর আবাসিক এলাকায় রুপারী ভূমি অফিসের সামনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা বি এন পি সভাপতি ও সাবেক ২০নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব শাহেন শাহ্ আহম্মেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আমাদের এই বাংলাদেশ নতুন করে স্বাধীন হত না যদি না এ দেশের ছাএ রা আলন্দোলন না করতো এই খুনি হাসিনার সরকার যতদিন দেশ চালিয়েছে ততদিন এই দেশে লুটপাট করে চালিয়ে দেশ কে খালি করে এখন পালিয়পছে। তাই আমরা যারা বিএন পি করি তাদের মধ্য ও সৈরাচারীদের আত্তা ঢুকে গেছে তাই সবাই সাবধান থাকবেন। বি এন পির নাম করে যারা সন্ত্রাস চাদাবাজি করবে এবং দলের বদনাম করবে তাদের কে এই বন্দরে মাটিতে তাদের কে জায়গা হবেনা।তারা আমাদের দলের কেউনা একটি পরিবারের লোক, আমরা তারেক জিয়ার নজরুর ইসলাম আজাদ ও সাখাওয়াত ভাইয়ের রাজনীতি করি কোন পরিবারের রাজনীতি করিনা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহিদের স্মরন করছি এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া করি আল্লাহ যেন তাদের কে সুস্থ করে দেন।এবং নিহতদের বেহেস্ত নসীব করেন আমিন
এ সময় বন্দর উপজেলার বিএনপি র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন শিশির,বন্দর থানা যুবদলের সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন, যুবদলের নেতা পারভেজ খান, ইউসুফ আলী টিপু,সোহেল খান বদু,নাছিরুল্লাহ টিপু।উক্ত অনুষ্ঠানে কাজল প্রধান এর সভাপতিত্বে ও সাখাওয়াত হোসেন পিংকির সঞ্চালনায় অন্য দের মধ্যে উপস্থিত ছিলেন সোয়েব,বাবু,রাকিব,রমজান,সাগর, রাসেল,নাদিম,কামাল,নাদিম ছোট, মারুফ, ছোট আমির,বিল্লু,প্রিতম,রাজ,সুমন,ইয়াছিন, মানিক, রুবেল,সিয়াম,রিমন আরো অনেকে।