স্টাফ রিপোর্টারঃ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্ত কামনা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বীর শহীদদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় গতকাল বুধবার দুপুরে সোনারগাঁয়ে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। স্থানীয় পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন।
পিরোজপুর ইউনিয়ন বিএনপির উদ্যােগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো: শহীদ সরকার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম সরকার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, সনমান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি শাফিউদ্দিন মজনু, বিএনপি নেতা শফিউল আলম বাচ্চু, নিজাম, বাবুল, রাকিব, আবু সাঈদ প্রমূখ।
অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, সোনারগাঁয়ে জাতীয় পার্টির কাউকে বিএনপিতে ঠাঁই দেয়া হবে না। আমরা ১৬ বছর অনেক কষ্ট করেছি। বিএনপির রাজনীতি করতে গিয়ে আমরা অনেক হামলা, মামলার শিকার হয়েছি। জেল জুলুমের শিকার হয়েছি। আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের বিএনপির নেতাকর্মীদের অনেক মিথ্যা গায়েবি মামলা দিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রূহের আত্মার মাগফেরাত কামনা করছি। আন্দোলনে যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি।