মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ অপরাহ্ন

বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশনে আছেন যারা

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৭.০৬ এএম
  • ১ বার পড়া হয়েছে

বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমানকে সভাপতি করে সাত সদস্যের ‘জাতীয় স্বাধীন তদন্ত কমিশন’ গঠন করার সিদ্ধান্ত হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার, বি. জেনারেল মো. সাইদুর রাহমান বীর প্রতীক (অব.), সাবেক যুগ্ম সচিব মুন্সী আলা উদ্দিন আল আজাদ, সাবেক ডিআইজি ড. এম আকবর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শরীফুল ইসলাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শাহনেওয়াজ খান চন্দন।

২৩ ডিসেম্বর সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সূত্র জানায়, কমিশনকে এই হত্যাকাণ্ডে সহায়তাকারী দেশি-বিদেশি ব্যক্তি, গোষ্ঠী, সংস্থা, প্রতিষ্ঠান ও সংগঠনকে চিহ্নিত করার ক্ষমতা দেওয়া হচ্ছে। এমনকি কমিশন ঘটনা তদন্তে দেশের যেকোনো স্থান পরিদর্শন ও সন্দেহভাজন যে কাউকে কমিশনে তলব ও জিজ্ঞাসাবাদ করতে পারবে।

এর আগে সোমবার রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে পদক দেওয়া অনুষ্ঠানে বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে স্বাধীন তদন্ত কমিশন গঠনের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

এ সময় তিনি বলেন, পিলখানায় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। গতকাল রাতে এই কমিশন গঠনে প্রধান উপদেষ্টা স্বাক্ষর করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort