নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, আমরা সঠিক ভাবে মুক্তিযুদ্ধের ইাতহাস প্রচার করি না, আওয়ামী লীগের উন্নয়ণ প্রচার করিনা। এ দেশে যুদ্ধাপরাধীদের প্রতিষ্ঠিত করেছে জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়া। আমরা যদি এসব কথা প্রচার করি, তাহলে এই অঞ্চলে কেউ জামাত-বিএনপি করবে বলে আমার মনে হয় না। আমাদের প্রচার সেল অনেক দুর্বল। বিএনপি মহান মুক্তিযুদ্ধের চেতনাকে জামাত শিবিরের হাতে তুলে দিয়েছিলো। আমি মনে করি, এই পতাকা মহান মুক্তিযুদ্ধে আমার ধর্ষিতা মা-বোনের আচল। আর ওরা এটাকে যুদ্ধাপরাধীদের হাতে তুলে দিয়েছিলো।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খানপুর পলিষ্টর ক্লাবের মাঠে আয়োজিত মহানগরের আওতাধীন স্বেচ্ছাসেবকলীগের ১০, ১১, ১২নং ওয়ার্ড শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
খোকন সাহা বলেন, উন্নয়নের কথা প্রচার করেন আপনারা। ভাতায় ছেয়ে গেছে পুরো দেশ। জানুয়ারির প্রথম দিনে আজ শিশু-কিশোররা বই পেয়ে যাচ্ছে। আজ আমাদের নিজের অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয়েছে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে জাতীয় নির্বাচন। আর তাই আমাদের এখন থেকে মাঠে নামতে হবে।
সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের জাতীয় পরিষদের সদস্য মো. টিপু সুলতানের সঞ্চালনায় কেন্দ্রীয় কমিটির উপ-মহিলা বিষয়ক সম্পাদক ঊর্মি ঢালী সভাপতিত্বে প্রধান বক্তা হয়ে ছিলেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য মুন্সি নজরুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য জামির হোসেন রনি, সাবেক সদস্য কায়কোবাদ রুবেল ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলী হাসান সজীব।