৭৬ রানে নেই বাংলাদেশের সাত উইকেট। পাকিস্তানের ৩০০ রানের জবাবে ফলোঅন এড়ানোই বড় চ্যালেঞ্জ। টেস্ট ক্রিকেটে কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ? এই প্রশ্ন উঠছে বারবার।
আজ ফলোঅন এড়াতে দরকার ২৫ রান। হাতে ৩ উইকেট। তবে একমাত্র ভরসা উইকেটে সাকিব আছেন।
বৃষ্টিতে দুই দিন খেলা হয়নি বললেই চলে। আর ৪র্থ দিনে (মঙ্গলবার) মাঠে পেয়েই বাংলাদেশকে নাস্তানাবুদ করে ছাড়ে পাক বোলাররা।
বাংলাদের প্রথম ইনিংসে ৭ উইকেটের মধ্যে ৬টি-ই নিয়েছেন স্পিনার সাজিদ খান।
এমন পারফরম্যান্সের পর তার লক্ষ্য বাংলাদেশকে দুইবার অল-আউট করা।
মঙ্গলবার দিনের খেলা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাজিদ খান বলেন, ‘পরিকল্পনা এটাই যে কালকে এই তিন জনকে আউট করে ওদেরকে আবার ব্যাটিংয়ে পাঠিয়ে আরেকবার অলআউট করে দিয়ে জয়ের চেষ্টা করা। ববি ভাই (বাবর আজম) বলেছিলেন যে, সবাই যেন জয়ের জন্য মাঠে নামে এবং প্রত্যেকেই যেন নিজেকে উজার করে দেয়। আমরা এটাই করেছি, আক্রমণ করেছি এবং সেটির ফল মিলেছে। তবে, প্রথম টেস্টে যেরকম উইকেট ছিল, তাতে এরকম বোলিং হচ্ছিল না। কোচ সাকলায়েন ভাই বলেন যে, কোনো সুযোগ দেওয়া যাবে না। কখনও কখনও ফিল্ডিং দিয়েই আউট করতে হবে। টার্ন না মিললেও তাই আশা করি ফিল্ডিং দিয়ে আউট করে দেব।’