নারায়ণগঞ্জের সোনারগাঁও বৈদ্যর বাজার ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের দেলোয়ার মেম্বার আসলে কার প্রশ্ন স্থানীয় বিএনপির নেতাকর্মীদের।দেলোয়ার মেম্বার কখনো আওয়ামী লীগ, কখনো জাতীয় পার্টি কখনো আবার বিএনপির বড় নেতা দাবি করে নিজেকে পরিচয় জাহির করে আসছেন, বিএনপির নেতাকর্মীদের কাছে উনি সুবিধা পার্টি হিসেবে
পরিচিত। ছাত্রজনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে শেখ হাসিনার দেশত্যাগের পর পালিয়ে বেড়াচ্ছেন আওয়ামীলীগ নেতা-কর্মীরা। ঠিক তেমনই এর ব্যতিক্রম এর বাহিরে
বৈদ্যের বাজার ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের দেলোয়ার মেম্বার।সে আওয়ামীলীগ নেতা-কর্মী হিসেবে ব্যাপক পরিচিত এখন সুর ও লেবাস পাল্টিয়ে বিএনপি নেতা হওয়ার যুদ্ধে রাজপথে। সূত্রে জানা যায়, আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতারা এখন জনরোষের হাত থেকে বাঁচতে পালিয়ে বেড়াচ্ছেন। তখন কিভাবে দেলোয়ার মেম্বার বিএনপি নেতাকর্মীদের সাথে আতাত করে, এ প্রশ্ন তৃণমূলের অনেক নেতাকর্মীদের?এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা কর্মীরা দুঃখ প্রকাশ করে অনেকেই বলেন, আমরা শত জুলুম অত্যাচার এর স্বীকার হয়েছি, জেল খেটেছি, বাড়ীতে থাকতে পারি নাই। তবে সুবিধা পার্টি নেতা সুবিধা নিতে বিএনপির দলে এসেছে তাই বিষয়ে তীব্র নিন্দা জানায় । আমরা দোসর মুক্ত বিএনপি চাই বল্লেন তৃণমূল পর্যায়ে কিছু নেতারা।তবে দীর্ঘ ১৭ বছর পর মুক্ত রাজনৈতিক পরিবেশ পেয়েছে বিএনপি। এ সুযোগ কাজে লাগিয়ে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে চায় শীর্ষ ও স্থানীয় নেতৃত্ব। শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিগত আন্দোলনে নিষ্ক্রিয়তা, সাংগঠনিক অদক্ষতা ও বিতর্কিত কর্মকাণ্ডের প্রমাণ পেয়েছে সেসব কমিটি ভেঙে দেওয়া হবে এমটাই আগে পরে কেন্দ্রেয় নির্দেশনায় বলা আছে এবং অনেকে বহিষ্কার ও হচ্ছে।স্থানীয় বিএনপি যারা বিগত সময় ত্যাগের রাজনীতি, হামলা ও মামলা স্বীকার হয়েছে অনেকেই মূল্যায়ন মূল্যায়ন পাচ্ছেন না দলে । এখন টাকার জোড়ে অনেক জাতীয় পাটি ও আওয়ামীলীগের দোসররা পাচ্ছেন পদ।
এ বিষয়ে স্থানীয় নেতাকর্মীদের ক্ষোভ। তারা সকল কমিটিতে শহীদ জিয়ার আদর্শ গড়া সে সকল ত্যাগীদের মূল্যায়ন ও দোসর মুক্ত বিএনপির কমিটিগুলো হওয়ার আশা পোষণ করেন।