করোনা সংকটের কারণে স্থবির হয়ে পড়েছিল বিশ্ব। অন্য সব অঙ্গনের মতো বিকল হয়ে পড়েছিল ফিল্ম ইন্ডাস্ট্রি। এর প্রভাব পড়েছিল ভারতীয় সিনেমায়। তবে ২০২১ সালের শেষ লগ্নে ভারতীয় বক্স অফিসে ছন্দ ফেরে। কিন্তু সেটা দক্ষিণী সিনেমার হাত ধরে।
গত বছর বলিউডের বেশ কিছু আলোচিত সিনেমা মুক্তি পেলেও বক্স অফিসে ছন্দ ফেরাতে ব্যর্থ হয়। চলতি বছরের শুরুতে মুক্তি পাওয়া বলিউডের সিনেমাও ঘরে ‘লক্ষ্মী’ ফেরাতে পারেনি। তবে আশার আলো হয়ে উঁকি দিয়েছে বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমা। ২৫ জানুয়ারি সিনেমাটি মুক্তির পর বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে। বলা যায়, বলিউড বক্স অফিসের লক্ষ্মী যেন ঘরে ফেরালেন এই নায়ক!
‘পাঠান’ সিনেমার মাধ্যমে ৪ বছর পর প্রেক্ষাগৃহে ফিরেছেন শাহরুখ। বিশ্বের ৮ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে এটি। মুক্তির প্রথম দিনে একাধিক রেকর্ড ভেঙেছে সিদ্ধার্থ আনন্দের এই সিনেমা। শুধু ভারতে হিন্দি, তামিল ও তেলুগু ভার্সন মিলিয়ে মুক্তির প্রথম দিনে ৫৩ কোটি রুপি আয় করেছে এটি। প্রথম দিনের আয়ের হিসাবে বলিউড সিনেমার আয়ের তালিকায় এক নাম্বারে ছিল আমির খানের ‘থাগস অব হিন্দুস্তান’ (৫০ কোটি রুপি)। আর এই রেকর্ড এবার ছিনিয়ে নিলো শাহরুখের ‘পাঠান’। শুধু ‘থাগস অব হিন্দুস্তান’ নয়, হৃতিকের ‘ওয়ার’ সিনেমার প্রথম দিনের আয়ের রেকর্ডও ভেঙেছে ‘পাঠান’। কেবল ‘কেজিএফ-টু’ সিনেমার হিন্দি ভার্সনের রেকর্ডটি ভাঙতে পারেননি শাহরুখ।
শুধু ভারতের বক্স অফিসেই নয়, বিদেশের বক্স অফিসেও শাহরুখ খানের তাণ্ডব চলছে। বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা জানিয়েছেন, প্রথম দিনই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপির বেশি আয় করেছে ‘পাঠান’। সংযুক্ত আরব আমিরশাহি, সিঙ্গাপুরের পুরোনো সব বলিউড সিনেমার রেকর্ড ভেঙেছেন কিং খান। প্রথমদিন মার্কিন যুক্তরাষ্ট্রে ১ মিলিয়ন ডলার কামিয়েছে সিনেমাটি।
মুক্তির আগে বক্স অফিস বিশ্লেষকরা ধারণা করেছিলেন, প্রথম দিনে ‘পাঠান’ ৩৫-৪০ কোটি রুপির মতো আয় করবে। কিন্তু শাহরুখ-দীপিকার ধারণাতীত পারফরম্যান্স চমকে দিয়েছে সবাইকে।
‘পাঠান’ সিনেমা প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। সিনেমাটিতে শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। সিনেমাটি মুক্তির পর এ অভিনেতার লুক প্রকাশ্যে এসেছে; তারপর থেকে যেন দর্শকদের আগ্রহে নতুন মাত্রা যুক্ত হয়েছে।