বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় ২২২টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। এর আগের বছর ২৩১টি বিদ্যালয়ে শতভাগ পাস করেছিল।
রোববার (১২ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।
তিনি জানান, এবার শতভাগ পাস করেনি এমন কোনো বিদ্যালয় নেই। বোর্ডের আওতাধীন এক হাজার ৪৮৯টি বিদ্যালয়ের মধ্যে ২২২টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা শতভাগ পাস করেছে। যার মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ৮৩টি, পিরোজপুরে ৫১টি, ভোলায় ২৭টি, ঝালকাঠিতে ২৬টি, বরগুনায় ২১টি ও পটুয়াখালীতে ১৪টি বিদ্যালয় রয়েছে।
বোর্ডের আওতায় ছয় জেলায় এক হাজার ২৪৮টি বিদ্যালয়ে ৫০ শতাংশের ওপরে শতভাগের নিচে পাস করেছে। আর ৫০ শতাংশের নিচে পাস করেছে ১৯টি বিদ্যালয়।