বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন

বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মাকসুদ হোসেনকে পুনর্বহালের দাবীতে মানববন্ধন

  • আপডেট সময় রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১১.১৯ এএম
  • ৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনকে স্বপদে পুনর্বহালের দাবীতে বন্দর উপজেলার সর্বস্তরের জনগণের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। (২৮ ডিসেম্বর) শনিবার সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ স্ট্যান্ডে এ মানববন্ধনে অত্র উপজেলার ৫টি ইউনিয়ন থেকেই আগত বিভিন্ন ধর্ম, বর্ণ ও শ্রেণি পেশার নারী পুরুষরা অংশ নিয়েছেন। মানববন্ধনে উপস্থিত যুবকদের পক্ষ থেকে ফাহিম তার বক্তব্যে বলেন, ‘গত বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে মাকসুদ হোসেন ভাই স্বতন্ত্র প্রার্থী হয়ে ১৫০৩৫ ভোটের ব্যবধানে বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী এম এ রশিদ এবং ২ বারের উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল এই দুই হেভীওয়েট প্রার্থীকে পরাজিত করেছেন। এমপি সেলিম ওসমান, শামীম ওসমান ও লিয়াকত হোসেন খোকা নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করেছেন এবং তাদের হুমকি ধমকিকে মোকাবেলা করে মাকসুদ হোসেন ভোটারের ভালোবাসা নিয়ে বিজয়ী হয়েছেন। উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে না থেকেও তিনি জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন, তাই মাকসুদ হোসেনকে স্বপদে বহালের দাবী জানাচ্ছি’। সাউন্ড সিস্টেম ব্যবসায়ী রাব্বানী বলেন, ‘জনগণের ভোগান্তির কথা ভেবে গত বৃহস্পতিবার বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুরে মাকসুদ হোসেনের ব্যক্তিগত অর্থায়ণে একটি ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে এবং এর নির্মাণ কাজ চলছে। তাছাড়া কিছুদিন আগে বন্দর ইউনিয়নের কুশিয়ারায় ১টি ব্রিজের ২ পাশের সংযোগ রাস্তা ও গাইড ওয়াল অসমাপ্ত থাকায় কোন যানবাহন চলাচল করতে পারতোনা। সেখানে মাকসুদ হোসেনের ব্যক্তিগত অর্থায়ণে রাস্তা ও গাইড ওয়াল নির্মাণ করে দেয়া হয়েছে। উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে না থেকেও এরকম বেশ কিছু উন্নয়নমূলক কাজ তিনি করে যাচ্ছেন’। ধামগড় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোস্তফা কামাল বলেন, ‘এলাকার খেলাধুলা, ওয়াজ মাহফিল, অসুস্থ মানুষের চিকিৎসা সর্বক্ষেত্রে মাকসুদ হোসেন ও তার পরিবারের সদস্যরা সহায়তা করে যাচ্ছেন এবং সকল কাজে উপস্থিত থেকে জনগণকে উৎসাহিত করে যাচ্ছেন। তাই বন্দর উপজেলাবাসীর কল্যাণে ও উন্নয়নে মাকসুদ ভাইকে দ্রুত বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদে বহাল করার দাবী জানাচ্ছি’। এসময় অসংখ্য জনসাধারণ প্রায় ১ ঘন্টাব্যাপী শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনকে স্বপদে পুনর্বহাল করতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ও বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের ‍সুদৃষ্টি কামনা করেছেন উপস্থিতরা। এসময় অন্যান্যদের মধ্যে শাহাদাৎ হোসেন, আঃ রহিম, বেলাল হোসাইন ও রুমা আক্তার বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort