১০ মার্চ সোমবার সকাল সাড়ে ১১ টায় বন্দর উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান’র নির্দেশনায় পিআইও মো. এরশাদ হোসেন’র সভাপতিত্বে সভা কক্ষে বন্দর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা অফিসের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।
এতে অগ্নি নির্বাপন সমন্ধে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, বন্দর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশন অফিসার সঞ্জয় খান।
এসময় ধামগড় ইউনিয়ন চেয়ারম্যান মো. কামাল হোসেন, বন্দর উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন লেগে গেলে তা কিভাবে নিভাতে হয় সে বিষয়ে একটি মহড়া প্রদর্শন করেন, এতে উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীগন অংশগ্রহন করেন।