শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:৩২ পূর্বাহ্ন

বন্দর উপজেলায় আনসার ও ভিডিপি’র উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন

  • আপডেট সময় শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ৩.৪৮ এএম
  • ৩০ বার পড়া হয়েছে

গত ৩১ জুলাই বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা আনসার ও ভিডিপি’র উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।

এর আগে শোভাযাত্রা বের করে প্রধান সড়ক প্রদক্ষিন করা হয়, শোভাযাত্রা শেষে গাছের চারা রোপণ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে বৃক্ষ বিতরণ করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় বন্দর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আরিফ হোসেন’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি একটি বৃক্ষরোপন করেন এবং দলনেতা, দলনেত্রী এবং আনসার কমান্ডারদের মাঝে ১৫০ টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।

কর্মসূচি পালন শেষে প্রধান অতিথি বন্দর উপজেলায় কর্মরত দলনেতা, দলনেত্রী ও বিভিন্ন পর্যায়ের আনসার কমান্ডারদের সাথে মতবিনিময়ে কালে বলেন, দেশের বর্তমান পরিস্থিতির অবস্থায় সতর্ক থেকে দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা প্রশিক্ষক, প্রশিক্ষিকা ও কোম্পানী কমান্ডার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort