মেঘনা নদীতে ছিনতাই ও চাঁদাবাজি করার সময় পুলিশের ধাওয়া খেয়ে প্রান রক্ষার্থে পালিয়েছে ৪ চাঁদাবাজ। ওই সময় ছিনতাই কারীদের ব্যবহারকৃত ১টি ইঞ্জিন চালিত স্পিড বোট জব্দ করেছে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ি। গত শনিবার (৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় মেঘনা নদী থেকে ঙছিনতাইকারীদের ফেলে যাওয়া স্পিড বোটটি জব্দ করা হয়।
কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালে আহমেদ পাঠান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শীতলক্ষা ও মেঘনা নদীতে ছিনতাইকারী ও চাঁদাবাজদের অবস্থানের খবর পেয়ে গত ৭ই ডিসেম্বর ভোর সাড়ে ৫ টায় আমিসহ সঙ্গীও ফোর্স মেঘনা নদীতে অভিযান চালায়।
এ সময় নৌ পুলিশের উপস্থিতি টের পেয়ে ১টি ইঞ্জিন চালিত স্পিড বোট রেখে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।