নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন ৯নং ওয়ার্ডের মালামত গ্রামে বেড়েছে মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ। এতে শান্তিতে নেই গ্রামবাসী। এই বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েও প্রতিকার হচ্ছেনা। ২৩ফেব্রæয়ারী শুক্রবার বাদ জুম্মা ধামগড় ইউনিয়নস্থ মালামত এলাকায় মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত এক পরিবারের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় মুসল্লী,পঞ্চায়েত কমিটি ও গ্রামবাসী।
এ সময় মসজিদ,মাদরাসা সংলগ্ন ময়না বেগম ও তার দুই মেয়ে সুমি,সুমাইয়া পতিতাবৃত্তি এবং দুই ছেলে সাগর,সাকিলের মাদক ব্যবসা বন্ধের দাবিতে ধামগড় ইউপির মালামতসহ আশপাশের ৪-৫ গ্রামবাসী এ মানব বন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন।
এ সময় মানব বন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সদস্য এ্যাড.এছাহাক মিয়া, মালামত জামে মসজিদ কমিটির সভাপতি আয়নাল হক, মসজিদের ইমাম মুফতি আব্দুর রহিম, ধামগড় ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি নুর মোহাম্মদ প্রমুখ।
মানববন্ধনে মালামত জামে মসজিদের ইমাম মুফতি আব্দুর রহিম বলেন,এই গ্রামে মসজিদ ও মাদরাসার পাশে একটি বাড়িতে গাঁজা,মদসহ নানান ধরনের মাদক বিক্রি ও অসামাজিক কাজ হচ্ছে। এর প্রভাবে যুব সমাজ ও স্থানীয় গ্রামবাসী ফুসে উঠেছে। এলাকাটা গজবে পরিনত হচ্ছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ সময় বক্তরা আরো বলেন,ধামগড় ইউপির মালামত পশ্চিমপাড়া শাহী জামে মসজিদ ও কাওমীয়া মাদরাসা সংলগ্ন আবুল ড্রাইভারের বাড়িতে তার দুই মেয়ে সুমি, সুমাইয়া পতিতাবৃত্তি এবং দুই ছেলে সাগর,সাকিল প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এসব কর্মকান্ডে প্রতিবাদ করায় উল্টো পুলিশী হয়রানী শিকার হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। এ পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে ৫ শতাধিক লোক গণস্বাক্ষরে ইউএনও বরাবর এক স্মারকলিপি পেশ করবেন মালামতবাসী।