নারায়ণগঞ্জ বন্দর উপজেলার বীর মুক্তিযোদ্ধা এমএ রশিদ ফাউন্ডেশনের উদ্যেগে গ্রীন আই হসপিটালের তত্বাবধানে ধামগড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ফ্রি চক্ষু চিকিৎসা ও স্বল্পমূল্যে চোখের ছানি অপারেশন চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ, গ্রীন আই হসপিটালের কনসালটেন্ট ডা.মোঃ রাকিব এম বি বি এস,এস আই এম সি, অপটম মো: মিজানুর রহমান, নাসিক ২৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনু, ডা: মো: লুৎফর রহমান, বন্দর থানা আওয়ামীলীগ সদস্য মো: মনির হোসেন মাষ্টার, ফাউন্ডেশনের কার্যকরী সদস্য হাবিবুর রহমান হাবিব,ধামগড় ইউপি আওয়ামীলীগ সাধারণ সম্পাদক প্রার্থী মো: শরীফ হোসেন, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও সাবেক মেম্বার শাহ্-আলম, ৮নং ওয়ার্ড মেম্বার ও ধামগড় ইউপি সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুস সোবহান, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো: মহিউদ্দিন, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মো: পায়েল, সাধারন সম্পাদক জসীম উদ্দীন,৯ নং ওয়ার্ড সভাপতি মুসলিম মিয়া, এম এ রশিদ ফাউন্ডেশনের সদস্য মো: মোস্তফা ভুইয়া, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন,মো: এমদাদ হোসেন কেসা,শহীদ প্রধান ও ইউপি সচিব মো: হাসানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব এম এ রশিদ বলেন, সকলের তরে সকলে মোরা প্রত্যেকেই আমরা পরের তরে। তাই সমাজের সুবিধা বঞ্চিত নাগরিকের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য হলো তাদের পাশে দাড়ানো। এভাবে তাদের অসহায়ত্বের কথা ভেবে আমরা যেন তাদের চিকিৎসা সেবা করতে পারি। সাধারন মানুষের কল্যানে নিজেকে উৎস্বর্গ করতে পারি।