এস এম নাসেরঃ নারায়নগঞ্জ বন্দর উপজেলা ১নং ওয়ার্ড বিএনপির উদ্যেগে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার আবুল হোসেন বাবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল। বিশেষ অতিথি বন্দর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট বিল্লাল হোসেন, নাসিক ২৫ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর এনায়েত উল্লাহ, ২২ নং ওয়ার্ড হান্নান সরকার, ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আমজাদ হোসেন মেম্বার, সহ-সভাপতি ইসলাম উদ্দিন মিয়া , মহিলা নেত্রী মুন্নি আক্তার, সাংগঠনিক সম্পাদক গাজ্বী আমির হামজা, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাবিল হোসেন, সহ-সভাপতি গিয়াসউদ্দিন, মনিরুজ্জামান জামান, ইব্রাহীম, সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম অহিদ ভূইয়া, মোহাসিন মিয়া, রুহুল আমিন রুহুল, মো: সালাউদ্দিন, জামাল হোসেন, কামরুল ইসলাম, আফজাল হোসেন। সার্বিক সঞ্চালনায় যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
এসময় প্রধান অতিথি বলেন, সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সব ধরনের খেলাধুলা প্রসারে সমান গুরুত্ব দিয়ে যাচ্ছে। তারুন্যের অহংকার তারেক জিয়া নিজেও একজন ক্রীড়ামোদী।
মুন্নি আক্তার বলেন, তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ওপর গুরুত্বারোপ দিতে। নিয়মিত লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। তাই তরুণ প্রজন্ম যত বেশি খেলাধূলায় অংশ নেবে ততটাই তাদের শরীর ও মনমানসিকতা ভালো থাকবে।
পরে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরন করা হয়েছে।