
নিজস্ব প্রতিবেদক : বন্দরে সাধারণ জনগন, প্রশাসন ও সাংবাদিকদের কুচক্রী মহল থেকে সাবধান ও অপপ্রচারে বিভ্রান্ত না হতে সংবাদ সম্মেলন করেছে একতা সুপার মার্কেটের ব্যবসায়ীরা। শনিবার ১লা নভেম্বর দুপুরে মার্কেটের তৃতীয় তলায় এ আয়োজন করা হয়। এসময় সমিতির প্রত্যাখ্যাত সদস্য হিরালাল-আমিনুল গংয়ের ৫ থেকে ৬ জন বিপদগামীরা এ ধরণের কুৎসা এবং অপপ্রচার চালাচ্ছে বলে সাবধান করে অভিযোগ তোলেন সমিতির নেতারা।
সংবাদ সম্মেলনে বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল মতিনের সভাপতিত্বে ও সদস্য সোহেলের পরিচালনায় উপস্থিত ছিলেন, সমিতির উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কোষাধক্ষ মনির হোসেন, সদস্য মোকলেসুর রহমান ও সাধারণ সদস্যরা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ২৭ তারিখে সমিতির প্রত্যাখ্যাত সদস্য হিরালাল- আমিনুল গং এর নেতৃত্বে ৫/৬ জন সদস্য কোন এক অজ্ঞাত স্থানে সাংবাদিক সম্মেলনের নামে নাটক মঞ্চায়িত করে অপপ্রচার চালিয়েছে। যার কোনো সত্যতা নাই। আর আমরা পুর্বেও মার্কেট সমিতির অফিসে করেছি, আজও সেখানে করেছি। যা সকল সাংবাদিকদের সামনে ওপেন। তারা দোকান মালিকদের সরাসরি প্রশ্নও করেছে। অথচ যাদের দখল নিয়ে কথা হচ্ছে তারা বলছে মিথ্যা আর কারা এখন ভয় দেখিয়ে বিএনপি পরিচয় ব্যবহার করে নানা কুকর্ম করতে চাই। অথচ তাদের কার্য্যকলাপের কোনটাই সত্যতা নাই। তারা মিথ্যা স্বাক্ষর সংযুক্ত করে অভিযোগ উত্থাপন করেছেন।আর আমরা সবকিছু নিয়ম অনুযায়ী আদালতের রায়ে জয়ী হয়ে সাংবাদিকদের সম্মুখীন হয়েছি। তারা কিসের ভিত্তিতে এসব অপপ্রচার চালাচ্ছে তা প্রশাসনকে তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহণের অনুরোধও জানায়।
আরো বলেন, ওই কুচক্রিী মহলটি ৭/৮ মাস আগে মৃত সাবেক সম্পাদক জনাব, রফিকুল ইসলাম ভূঞা রতনকে সাংবাদিক সম্মেলনের উপস্থিত থাকার মিথ্যা বয়ান উপস্থাপন করেছিলেন। চক্রটি একই মিথ্যা অভিযোগ বার বার উপস্থাপনের মাধ্যমে সমিতির সুনাম বিনষ্ট করার হীন চক্রান্তে মেতেছেন। সমিতির ১০১ জন সদস্য এর মধ্যে মাত্র ৫/৬ সদস্য এই প্রক্রিয়ার সাথে জড়িত। উক্ত চক্রটি ইতিপূর্বে বিভিন্ন অনিয়ম আর্থিক দূর্নীতির কারনে সমিতি হতে বিতাড়িত হয়েছেন। তারা সমিতির বৈধভাবে নির্বাচিত বর্তমান কমিটির নির্বাচন ও আর্থিক অনিয়মের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেন। সকল মামলাই মিথ্যা বিধায় আদালত কর্তৃক খারিজ হয়ে যায়। যার কপি আমাদের কাছে রয়েছে।
উল্লেখ্য, একতা সুপার মার্কট বহুমূখী সমবায় সমিতি লি: একটি সুনাম ধন্য সমিতি হিসেবে পরিচিত লাভ করেছে। ইতোমধ্যেই বন্দর থানায় সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী সমিতি হিসেবে ১লা নভেম্বর, সমবায় দিবস উপলক্ষে সম্মাননাও পেয়েছেন।