নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের অনৈতিক কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে উঠেছে বিভিন্ন শ্রেনি পেশার মানুষ। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩মে) বিনা ওয়ারেন্টে সিএনজি স্ট্যান্ডের লাইনম্যানকে আটক ও সিএনজি রিকুইজিশনের প্রতিবাদে বন্দর খেয়াঘাট স্ট্যান্ডের বিক্ষুব্ধ সিএনজি চালকরা থানা ঘেরাও করে। পরে থানার ওসি গোলাম মোস্তফার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
বন্দর খেয়াঘাট স্ট্যান্ডের সিএনজি চালকরা জানান, গত বুধবার রাতে বন্দর সিএনজি স্ট্যান্ডের লাইনম্যান নয়নকে ওয়ারেন্টের কথা বলে থানায় নিয়ে যায় এস আই বিল্লাল। পরে তাকে ৩ ঘন্টা থানা হাজতে আটক রাখার পর ওয়ারেন্ট দেখাতে ব্যর্থ হয়ে এক পর্যায়ে রাত ১০ টায় তাকে থানা হাজত থেকে ছেড়ে দেয়।
এ ব্যাপারে সিএনজি মালিক সমিতির নেতা জসু জানান, প্রতি রাতেই একটি সিএনজি রিকুইজিশনে যায়। এরপর আরও ২/১টি সিএনজি রিকুইজিশনে নেওয়া হয়। কিন্তু তারা কোনো টাকা দেয়না। এ নিয়ে থানা ঘেরাও করা হয়।
এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মোস্তফা দাবী করেন, নয়ন নামে একজনের নামে আদালতের সমন থাকায় স্ট্যান্ডের নয়নকে রাতে আটক করা হয় । বাবার নামের সঙ্গে মিল না থাকায় রাতেই নয়নকে ছেড়ে দেওয়া হয়। সকালে বিভিন্ন সম্যসা নিয়ে স্বাক্ষাত করতে থানায় আসে সিএনজি চালকরা। আলাপ আলোচনা শেষে চলে যান তারা।