বন্দরে কর্ভাডভ্যান থেকে চাঁদ আদায়ের সময় নুরু নবী (৪৫) নামে এক পরিবহন চাঁদাবাজকে আটক করেছে বন্দর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬ জুলাই) বেলা সোয়া ১১টায় বন্দর থানার মদনগঞ্জ টু মদনপুর সড়কের লক্ষনখোলা দারুস সালাম মসজিদের সামনে থেকে জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে উল্লেখিত চাঁদাবাজকে আটক করে পুলিশ।
আটককৃত চাঁদাবাজ নুরুনবী বন্দর থানার দক্ষিন লক্ষখোলাস্থ আব্দুল লতিফ মিয়ার ছেলে। ভূক্তভোগী কর্ভাড ভ্যান চালক রাসেল গনমাধ্যমকে জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কাঁচপুর থেকে বন্দরে চৌরাপাড়াস্থ এসিআই কোম্পানীতে আসার জন্য রওনা হই।
পরে ওই দিন বেলা সোয়া ১১টায় আমার কর্ভাড ভ্যানটি দক্ষিন লক্ষনখোলাস্থ দারুস সালাম মাদ্রাসার সামনে আসলে ওই সময় আটককৃত পরিবহন চাঁদাবাজ আমার কর্ভাড ভ্যান থামিয়ে আমার কাছে ১০০ টাকা চাঁদা দাবি করে।
ওই সময় আমি টাকা দিতে পারব না বলে জানালে ওই সময় উল্লেখিত চাঁদাবাজ আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে। এক পর্যায়ে আমি বিষযটি জরুরী সেবা ৯৯৯কে জানালে সঙ্গে সঙ্গে খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিবহন চাঁদাবাজকে আটক করতে সক্ষম হয়।
এ রির্পোট লেখা পর্যন্ত আটককৃত চাঁদাবাজ থানা হাজতে আটক আছে। সে সাথে আটককৃত চাঁদাবাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে।