বন্দরে সামিয়া এন্টার প্রাইজ নামে এক তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সুতা তৈরির ২টি মেশিন পুড়ে গিয়ে কমপক্ষে ৪০ লাখ টাকা ক্ষতি সাধন হওয়ার খবর পাওয়া গেছে।
তবে অগ্নিকান্ডের ঘটনায় কোন হতাহতের বা আহত হওয়ার কোন সংবাদ পাওয়া যায়নি। শুক্রবার (৬ জানুয়ারি) ভোর রাত পৌনে ৪টায় বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ইস্পাহানী বাজারস্থ চাঁন সুপার মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট সংবাদ পেয়ে দ্রæত ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
এ ব্যাপারে সামিয়া এন্টারপ্রাইজের মালিক ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সফর আলী জানান, অগ্নিকান্ডের ঘটনায় তুলার কারখানা ও ২টি সুতার তৈরি মেশিন পুড়ে গিয়ে আমার ৪০ লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে।
বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আব্দুল্লাহ জানান, অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট দ্রæত ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। অগ্নিকান্ডের তুলার গোডাউন ও ২টি মেশিন সম্পূর্ন ভাবে পুড়ে গেছে। কিভাবে অগ্নিকান্ডের সূত্রপাত তা তাৎক্ষনিক জানা যায়নি। তবে আমাদের তদন্ত অব্যহত রয়েছে।