বন্দরে গরু খামারে ডাকাতি প্রস্তুতি মামলার আসামি ২ পলাতক ডাকাতকে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ী পুলিশ।
গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের বারপাড়া এলাকার ওয়াহেদ মিয়ার ছেলে দিদার (২৫) ও ধামগড় ইউনিয়নের নয়ামাটি ভাংতি এলাকার ইয়াকুব মিয়ার ছেলে মাহবুব হোসেন বাবু (২০)।
গ্রেপ্তারকৃতদের শুক্রবার (২৬ জানুয়ারী) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এরআগে গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) রাতে বন্দর উপজেলার মদনপুর ওভার ব্রীজের নীচ থেকে জনতার সহায়তায় উল্লেখিত ২ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এর আগে গত ১৮ নভেম্বর রাত ৪টায় বন্দর উপজেলার বারপাড়াস্থ জৈনক হাজী আলী হোসেনের গরু খামারে ডাকাতি প্রস্তুতি ঘটনাটি ঘটে। যার মামলা নং- ৭(১১)২৩।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর রাত ৪টায় ১০/১২ জনের একটি ডাকাত দল বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের বারপাড়া এলাকার জনৈক হাজী আলী হোসেনের গরু খামারে ডাকাতি প্রস্তুতি নিচ্ছিল।
ওই সময় ডাকাত দল কামতাল তদন্ত কেন্দ্রের টহলরত পুলিশ দেখে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যাওয়ার সময় উল্ল্যখিত ফাঁড়ী উপ- পরিদর্শক আল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ১টি লোহার তৈরি দা ও ১টি কাটার মেশিনসহ পারভেজ নামে এক ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ব্যাপারে গরু খামার মালিক বাদী হয়ে বন্দর থানায় ডাকাতি প্রস্তুতি আইনে এ মামলা দায়ের করেন।