বন্দর প্রতিনিধিঃ নারায়নগঞ্জের বন্দরে জোরপূর্বক কৃষি জমির মাটি কেটে নেয়ায় ভূমিদস্যু ইকবালের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী শাহ্ আলম। থানা অভিযোগ সূত্রমতে, মুছাপুর ইউনিয়ন বাকসরাইল এলাকার মৃত শাহাবুদ্দিন মেম্বারের ছেলে ইকবাল একজন আওয়ামিলীগ নেতা। ইকবাল আওয়ামিলীগ সরকার ক্ষমতায় থাকাকালে অসহায় নিরীহ কৃষকের জমির মাটি জোরপূর্বক কেটে নিয়ে ইটভাটায় বিক্রি করে দিতো। রয়েছে বিশাল এক সন্ত্রাসী বাহিনী। তার বিরুদ্ধে এলাকার কোন ব্যাক্তি প্রতিবাদ করার সাহস পায়না। কেউ প্রতিবাদ করলেই মিথ্যা মামলা হামলায় হয়রানি করতো। গত ৪-১২-২৪ ইং পিচ কামতাল এলাকার মৃত জাবেদ আলীর পুত্র শাহ্ আলম(৪৫) এর বন্দর থানার অভিযোগ উপজেলার মুছাপুর ইউনিয়ন বার পাড়া মৌজাস্থিত জহিদ্দার বিল সাকিনস্থ ৪৫ শতাংশ সম্পত্তির পৈতৃক ওয়ারিশ সূত্রে মালিক। যাহার এসে এ দাগ নং৩১,৬১ আরও এসে দাগ নং৬২,৬৮ ও ৮৯,৯০। খতিয়ান নং-৩৬৫৩ ও ৩৬৫২। বিবাদী ইকবাল উক্ত সম্পত্তি আত্মসাৎ করার লক্ষ্য তাহার তিন ফসলী জমি হইতে জোরপূর্বক মাটি কাটিয়া ইট কাটায় বিক্রি করে সেখানে পুকুর খনন করে। এবং অবৈধভাবে দখল করিবার লক্ষ্য বিভিন্নভাবে পায়তারা করিতেছে। নিজের জমিতে গেলে বেকু দিয়ে মাটিতে পুঁতে ফেলবে বলে হুমকি দেয়। এভাবে ইকবাল বাহিনী শত শত কৃষকের জমির মাটি কেটে নিয়ে ইট ভাটায় বিক্রি করে দিয়েছে। শাহ্ আলমের দাবী ইকবাল বাহিনীর মাটি কাটা বন্ধ করে তার বিরুদ্ধে প্রশাসন যেন আইনানুগ ব্যবস্থা গ্রহন করে।