নারায়ণগঞ্জ জেলা জাতীয়পার্টির সহ সাংগঠনিক সম্পাদক সুমন প্রধানের বিরোদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ করেছেন কলাগাছিয়া ইউনিয়ন বুরুন্দী এলাকার শামসুল হক নামে এক কৃষক। শুক্রবার ১৭ মে দুপুরে কৃষক শামসুল হক বাদী হয়ে জাপা নেতা সুমন প্রধানসহ কয়েকজনকে আসামী করে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়,কলাগাছিয়া ইউনিয়ন বুরুন্দী গ্রামের মৃত হারেজ আলী প্রধানের ছেলে শামসুল হক পেশায় একজন কৃষক। বেশকিছুদিন যাবৎ কৃষক শামসুল হককে একই এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে সুমন প্রধানের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে সুমন প্রধান ও তার সহযোগী রাসেল,শামীম,আফতাব ও উজ্জল সরদার মিলে একাধিকবার কৃষক শামসুল হকের সম্পত্তী জোরপূর্বক বেদখল করবে বলে হুমকি ধামকি দিয়ে আসছিল। এমনকি ওই কৃষক শামসুল হক ও তার ছেলে রিয়াজুল হককে প্রান নাশ ঘটাবে বলে হুংকার দেয়। এরই ধারাবাহিকতায় গত ১৫ মে রাত ৮টার দিকে জাপা নেতা সুমন প্রধান ৭/৮ জনের একটি সন্ত্রাসী বাহিনী নিয়ে কৃষক শামসুল হকের বাড়ির উঠানে এসে অকথ্য ভাষায় গালমন্দ করে। কৃষকের ছেলে রিয়াজুল হক প্রতিবাদ করলে তার স্ত্রী ও পুত্রবধুসহ পরিবারের সবাইকে সুমন প্রধান ও তার লোকজন মারধর করিয়া বেদম প্রহার করে। এবং সম্পত্তী ছেড়ে না দিলে জোরপূর্বক দখল করিয়া প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।