বন্দরের বহুল আলোচিত ও সমালোচিত ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ কামাল হোসেনের বিরুদ্ধে পুলিশ আক্রান্তের মামলায় গ্রেপ্তারি পরোয়না জারি করেছে বিজ্ঞ নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বন্দর আমলি আদালত।
গত ১৭ জানুয়ারি ( ফৌজদারি কার্য বিধির ৭৫ ধারা) মোতাবেক ২০/১ /২২ প্রসেস নং ১৭৮ মূলে আদালত তার বিরুদ্ধে এ গ্রেপ্তারি পরয়ানা জারি করে। বিজ্ঞ আদালত ১৭ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে এ রির্পোট লেখা পর্যন্ত অভিযুক্ত চেয়ারম্যান কামাল হোসেনকে গ্রেপ্তারের সংবাদ জানাতে পারেননি পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে ধামগড় ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ কামাল হোসেন আদালতের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে।
উল্লেখ্য যে, গত ১০ নভেম্বর দিবাগত রাত ১২ টার দিকে চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেনসহ তার বাহিনী নির্বাচনে দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর উপর সন্ত্রাসী হামলা চালায়। সন্ত্রাসী হামলায় ডিবি পুলিশের এসআইসহ বেশ কিছু পুলিশ মারাত্মক ভাবে আহত হয়।