শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৩ পূর্বাহ্ন

বন্দরে ‘গাদু বাহিনী’র ৭ জন আটক, অস্ত্র উদ্ধার

  • আপডেট সময় সোমবার, ৬ জুন, ২০২২, ৪.১৯ এএম
  • ১৫২ বার পড়া হয়েছে

বন্দরে অভিযান চালিয়ে ৭ ব্যাক্তিকে আটক করেছে র‌্যাব-৩। তাদের দাবী আটককৃতরা দুর্ধর্ষ আন্ত:জেলা ডাকাত চক্র ‘গাদু বাহিনী’র ডাকাত। রবিবার (৫ জুন) ভোররাতে উপজেলার মদনপুর কেওঢালা অলিস্পিক ইন্ডাষ্ট্র্রিজ লিমিটেড সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ১টি ওয়ান শুটারগান, ২টি টর্চলাইট, ১টি চাপাতি, ২টি রামদা, ১টি করাত, ২টি ছুরি, ১টি হাতুরি, ১টি দা, ১টি চেইন, ১টি প্লাস, ১টি রড এবং ১টি রশি উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।

আটককৃতরা হলো, গাইবান্দা জেলার সাঘাটা ৫নং কচুয়ার অনন্তপুর এলাকার ‘গাদু বাহিনীর’মূলহোতা মো. মহব্বত হোসেন গাদু (৪০), গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ সিংগা মনোহরপুরের বুনতলা রকনপুর এলাকার মো. জাগাঙ্গীর (৩৫), ময়মনসিংহ ফুলপুরের বিলাষটি এলাকার মো. স্বরন খান (১৯), নাটোর সদর উপজেলার দক্ষিন বড়গাছা এলাকার মো. কাউছার হামিদ (২১), কুড়িগ্রাম সদর উপজেলার পাটেশ্বরী বাজার এলাকার মো. নুরনবী মিয়া(২২), গাইবান্দা গোবিন্দগঞ্জ শিতল গ্রাম সোনাই এলাকার মো. পাপুল শেখ ওরফে মহির উদ্দিন (২২) ও একই জেলার পলাশবাড়ীর মরাদাতিয়া ৯নং হরিনাথপুর এলঅকার শ্রী সুজন চন্দ্র সরকার ওরফে সুজল (১৯)।

র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীনা রানী দাস পিপিএম (সেবা) জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বন্দরের মদনপুর কেওঢালা অলিস্পিক ইন্ডাষ্ট্র্রিজ লিমিটেড সংলগ্ন উত্তর পার্শ্বে কতিপয় দুস্কৃতিকারী মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতি করার প্রস্তুতি গ্রহণ করছে। পরে সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, গাদু বাহিনীর মূলহোতা মোঃ মহব্বত হোসেন গাদু । তার নাম অনুসারে ওই বাহিনীর নাম রাখা হয় গাদু বাহিনী। বাহিনী দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় গৃহ ডাকাতি, সড়ক ডাকাতি, গরুবাহী ট্রাক, মালবাহী ট্রাক ও বিভিন্ন মালামালের গুদামে ডাকাতি করে আসছে। ঘটনারদিন তারা জনৈক মো. মোস্তফার বাড়ীতে ডাকাতির প্রস্তুতি গ্রহন করেছিল। তাদের সদস্যরা পূর্ব হতে স্থানীয় অপরাধীদের সহযোগীতায় উক্ত বাড়ীটি রেকি করে এবং ডাকাতির পরিকল্পনা করে। কিন্তু র‌্যাবের অভিযানে তাদের ডাকাতির পরিকল্পনা ভেস্তে যায়। গাদু বাহিনী বিগত ১০ বছর যাবৎ গাইবান্ধা, গাজীপুর, নারায়নগঞ্জ, গোপালগঞ্জ এলাকায় শতাধিক ডাকাতি করেছে। আটককৃত ‘গাদু বাহিনীর’ মূলহোতা মো. মহব্বত হোসেন গাদুর বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় অস্ত্র ও দস্যুতাসহ ২টি মামলা রয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort