বন্দরে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আকাশ (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছে। নিহত আকাশ সুদূর নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার বাবুপুর বাংলা বাজারস্থ জিরতলী এলাকার আব্দুর রব মিয়ার ছেলে।
মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে যে কোন সময়ে বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের বক্তারকান্দী এলাকার আনোয়ার মুন্সী ভাড়াটিয়া বাড়িতে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে বন্দর থানা পুলিশ দুপুরে দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান,পারিবারিক কলহের কারনে আকাশ নামে এক যুবক ভাড়াটিয়া ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সে সাথে পুলিশি তদন্ত অব্যহত রয়েছে।