৪ঠা এপ্রিল বন্দর গনহত্যা দিবসে সকল শহীদদের স্মরণে শাহী মসজিদ যুব সমাজের উদ্যোগে ও যুবলীগ নেতা শেখ সিফাতের আয়োজনে আলোচনা সভা,ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৪ এপ্রিল বাদ আসর বন্দর শাহী মসজিদস্থ বঙ্গবন্ধু স্মৃতি সংসদের কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়।
এতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা যুবলীগ নেতা খান মাসুদ।
শিক্ষক নেতা শেখ কামালে সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন নাসিক’র ২১নং ওয়ার্ড কাউন্সিলর শাহীন মিয়া ও উদ্বোধক হিসেবে অলোচনা করেন প্রো ট্রাস্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাজী আহমেদ তুষার মাইনউদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে খাঁন মাসুদ বলেন,জাতির পিতার জন্ম না হলে আমরা স্বাধীনতার স্বাদ পেতাম না। আজ গনহত্যা দিবসে সকল শহিদদের মাগফেরাত কামনা করছি। যারা স্বাধীনতার বিরোধীতা করেছিল, যারা এদেশের মানুষের বিরোধিতা করেছিল তারা এখনও ষড়যন্ত্র করছে। যারা এদেশের মানুষকে নির্যাতন করেছে, লুটপাট করেছে, মা-বোনদের ইজ্জত কেড়ে নিয়েছে, তারা কখনই বাংলাদেশকে ভালোবাসে না। তাই এসব কুচক্রীদের সরকারের দেওয়া সুযোগ-সুবিধা থেকে একদম দূরে রাখতে হবে। স্বাধীনতার ৫৩বছরেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। যুব সমাজকে সজাগ থাকতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমানে সকলে মিলে মিশে কাজ করতে হবে।
মহানগর ২১নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দও থানা ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসান আরিফ,সাবেক কাউন্সিলর হান্নান সরকার,যুবলীগ নেতা ডালিম হায়দার,২১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাজমুল হাসান,ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ছানোয়ার হোসেন,২১নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারন সম্পাদক মো: মামুন,স্বেচ্ছাসেবক লীগ নেতা উজ্জল দাস।
দোয়া পরিচালনা করেন শাহী মসজিদের মোয়াজ্জীণ মাওলানা মনির হোসেন।