রুদ্রবার্তা২৪.নেট: ষ্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বন্দরে সাড়ে ৩শ’ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২ আগস্ট) বিকেলে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের মাঠে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার বলেন, করোনায় যেভাবে মানুষ মারা যাচ্ছে তাতে আপনাদের প্রত্যেকেই সাবধানতা অবলম্বন করে চলবেন। সে সাথে আমি বিত্তবানদের কাছে আহবান জানাব আপনারাও ষ্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও কুমদিনী ওয়েলফেয়ার ট্রাষ্টের মত অসহায়দের সাহায্য করার জন্য এগিয়ে আসুন।
ত্রাণ সামগ্রী বিতরণ কালে ওই সময় উপস্থিত ছিলেন বন্দর থানা অফিসার ইনর্চাজ দিপক চন্দ্র সাহা, মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকসুদ হোসেন, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ডিজিএম হরি কিশোর দত্ত, মুছাপুর ইউপির ৮নং ওয়ার্ড সদস্য, মো. আনোয়ার হোসেন ২নং ওয়ার্ড বিল্লাল হোসেন, মুছাপুর ইউনিয়ন পরিষদ সচিব বশির আহম্মদ প্রমুখ।