বন্দরে র্যাব-১০ পৃথক অভিযান চালিয়ে মহিলাসহ ৩ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ওই সময় গ্রেপ্তারকৃত ৩ মাদক ব্যবসায়ী কাছ থেকে ৫শ ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শনিবার (২৯ অক্টোবর) রাত সোয়া ১২টায় বন্দর উপজেলার মদনপুর আন্দিরপাড়স্থ সাইরা গার্ডেন সংলগ্ন জনৈক মশিউর রহমানের সেনেটারী দোকানে সামনে ও একই রাত সাড়ে ১২টায় একই ইউনিয়নের উত্তর চাঁনপুর ভূইয়াবাড়ী মসজিদ সংলগ্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় এলাকার ইসলাম মিয়ার মেয়ে মহিলা মাদক ব্যবসায়ী রুমানা (২৭) ও মদনপুর ইউনিয়নের উত্তর চাঁনপুর এলাকার মৃত আব্দুল সামাদ মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী নবির হোসেন (২২) একই ইউনিয়নের পেয়ারা বাগন এলাকার খোকা ভূইয়াবার বাড়ি ভাড়াটিয়া মনির হোসেন মিয়ার ছেলে আরমান হোসেন ওরফে রানা (২৩)।
ইয়াবা উদ্ধারের ঘটনায় র্যাব-১০ সিপিসি-১ ধলপুর এর এলএস (পিটিআই) আবিদুল ইসলাম ও র্যাব-১০ এর সার্জেট মোঃ মনির হোসেন বাদী হয়ে গ্রেপ্তারকৃত ৩ ইয়াবা ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করে। যার মামলা নং- ৩৬(১০) ২২ ও ৩৭(১০)২২।
থানা সূত্রে জানা গেছে, র্যাব-১০ সিপিএসসি-১ ধলপুর এর এলএস (পিটিআই) আবিদুল ইসলামসহ ঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে মদনপুর আন্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ রুমানা (২৭) নামে এক মহিলা ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
এ ছাড়াও র্যাব-১০ সিপিসি-১ ধলপুর সার্জেট মোঃ মনির হোসেনমহ সঙ্গীয় র্ফোস একই ইউনিয়নের উত্তর চাঁনপুর ভূইয়াবাড়ী মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫’শ পিছ ইয়াবাসহ নবির হোসেন ও আরমান হোসেন ওরফে রানাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পরে র্যাব-১০ কর্তৃক গ্রেপ্তারকৃত ৩ মাদক ব্যবসায়ীকে বন্দর থানায় সর্পোদ করলে পুলিশ গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে পৃথক মাদক মামলা আদালতে প্রেরণ করে।