শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:১৪ অপরাহ্ন

বন্দরে ইভেন্ট উইথ বিজনেস কমিউনিটি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট সময় বুধবার, ২৬ জুন, ২০২৪, ৪.০১ এএম
  • ৩৩ বার পড়া হয়েছে

বন্দরে ইভেন্ট উইথ বিজনেস কমিউনিটি শীর্ষক মত বিনিময় সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকাল ১০টায় বন্দর প্রেসক্লাব মিলনায়তনে লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর উদ্যোগে লার্নিং ৩৬০ ফর এ্যামপাওয়ারিং লেপ্রসি এন্ড ডিসএ্যাডভেন্টেজ পিপোল এর সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও কর্মশালা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এম.এ. মুহাইমিন আল জিহান।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের সমাজসেবা কর্মকর্তা মোঃ ফয়সাল কবির ও উপজেলা পরিষদের মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার।

শিল্পী বৈরাগী সভাপতিত্বে কর্মশালা স্বাগত বক্তব্য রাখেন প্রজেক্ট ম্যানেজার প্রভাতী লাভলী ম্রং ও টুটুল বিশ্বাস ।

আলোচনা সভায় মূল ধারার কমিউনিটি নারীদের আয়ের উৎস বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও বিভিন্ন প্রশিক্ষনে অন্তভূর্ক্তি সুনিশ্চিত করা। এ ছাড়া আর্থিক প্রতিষ্ঠান বা সংস্থার সাথে আয়বৃদ্ধি মূলক কার্যক্রমের সাথে যোগসূত্র স্থাপন এর সকল সুবিধা তুলে ধরা হয়। আলোচনা সভা ও কর্মশালায় বিভিন্ন পেশাজীবি মানুষসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রধান, প্রজেক্টের কর্মীগন ও সুবিধাভোগী উদ্যোক্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort