বন্দরে ২৩ নং ওয়ার্ডে আওয়ামীলীগের কার্যলয় ভাংচুর ও ককটেল বিস্ফোরন মামলায় বিএনপি কর্মী বায়তুল ওরফে বারাতুল প্রধান (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতকে রোববার (৫ নভেম্বর) দুপুরে বন্দর থানায় দায়েরকৃত ২৬(১১)২২ নং মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত বায়তুল ওরফে বারাতুল প্রধান বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নয়ানগর মুখফুলদী এলাকার দেলোয়ার হোসেনে মিয়ার ছেলে। এর আগে গত শনিবার (৪ নভেম্বর) রাতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ওই বিএনপি কর্মীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। জানা গেছে, বন্দর থানার এসআই বারেক হাওলাদারসহ সঙ্গীয় র্ফোস গত শনিবার রাতে নয়ানগর মুখফুলদী এলাকায় অভিযান চালিয়ে বিএনপি কর্মী বায়তুল ওরফে বারাতুল প্রধানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। উল্লেখ্য, গত ১৯ নভেম্বর বিকেলে বিএনপি নেতাকর্মীরা বন্দরে ২৩নং ওয়ার্ডে ককটেল বিস্ফোরন ঘািটয়ে এলাকায় আতংক সৃষ্টি করে স্থানীয় আওয়ামীলীগের কার্যলয় ভাংচুর ও লুটপাট চালায়।