নিউজ ডেস্ক : বন্দর উপজেলা মদনপুর ইউনিয়নে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কাইনলী ভিটা যুবকদের উদ্যোগে এক ডিগবার ফুটবল খেলার আয়োজন করা হয়েছে।
১৬ ডিসেম্বর সোমবার রাত ৮ ঘটিকার সময় মদনপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কাইনলী ভিটা যুবকদের উদ্যোগে সবুজ দল বনাম লাল এর মধ্যে এক বিশাল ডিগবার ফুটবল খেলার আয়োজন করা হয়।
এন বি এন ব্রিকফিল্ড মালিক ও বিশিষ্ট সমাজ সেবক মহসিন ভুইয়ার সভাপতিত্ব, উক্ত খেলায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হানিফ কন্ট্রাকটর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট সমাজসেবক ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার হোসেন মুন্সি, মো. রবিউল, ওসমান গনি।
উক্ত খেলায় সবুজ দলের অংশগ্রহণ করেন, আবু কালাম, বাবলু, সফিকুল, আবির হোসেন, সুমন, নুরআলম, কাউসার, সায়েম, হোসাইন, মেহেদী, সাব্বির, বাইজিদ, লাল দল অংশগ্রহণ করেন, রিপন রাসেল, জহির, রাব্বি, মাসুম,বিল্লাল, সিফাত, সুজন, সিয়াওসমান সায়ের। উক্ত খেলায় রেফারি দায়িত্ব ছিলেন মুরসালিন।
ট্রাইবেকারের মাধ্যমে লাল দলকে হারিয়ে সবুজ দল ১-০ বিজয় লাভ করেন।