অবৈধভাবে পরিচালিত একটি বেনামী লেড এসিড ব্যাটারী ডিজমেন্টালকারী কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণসহ কারখানার কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নে সোমবার (১ আগস্ট) অভিযানটি পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা খানম এর নেতৃত্বে অভিযানে ছিলেন ডিপিডিসি এর বিদ্যুৎ বিছিন্নকারী টীম এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমন্বয়ে একটি টীম।
এলাকাবাসীর লিখিত অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযানে অবৈধভাবে পরিচালিত কারখানাটির ৪(চার) জনকে ৮,০০০/- (আট হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানটি পরিবেশগত ছাড়পত্র বিহীনভাবে অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। কারখানাটিতে রাতের বেলায় লেড প্লেট গলিয়ে লেড বার উৎপাদন করা হতো, যাতে সৃষ্ট ধোঁয়া দ্বারা গত দেড় মাস যাবৎ এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়েছে। তাই অভিযানে কারখানাটি থেকে ২টি ডিজেল জেনারেটর, বেøায়ার মেশিন ও অন্যান্য যন্ত্রপাতি জব্দ করা হয়।
তিনি জানান, নারায়ণগঞ্জে দূষণকারী সকল কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।