২৩ আগষ্ট শুক্রবার বিকাল ৫ টায় মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন মাঠে ক্লাবের সদস্যদের উদ্যোগে ক্লাবের কর্মকাণ্ড সচল করা, ক্লাবের নির্বাচন, খেলাধুলা, উন্নয়ন প্রসঙ্গে ও মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের পুরাতন কমিটি বিলুপ্ত করার জন্য আলোচনা সভার আয়োজন করা হয়।
মদনগঞ্জ লক্ষ্যারচর ৪ তলা জামে মসজিদের সভাপতি জসীমউদ্দিন খান’র সভাপতিত্বে ও মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন’র সহ সাধারণ সম্পাদক খান মো. জুলহাস’র সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, মদনগঞ্জের কৃতি সন্তান, মদনগঞ্জ ফুটবল একাডেমির সভাপতি বিএ জুবায়ের নিপু।
বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মো. সাগর, আলহাজ্ব আমজাদ হোসেন, হাজী কফিল উদ্দিন, জয়নাল আবদীন মাদবর, মনোয়ার হোসেন মন্টু, মোতাহার হোসেন মুতু মেম্বার, আজিজুল হক আজিজ, দলিল উদ্দিন দলুন, সোহাগ প্রধান, আসরাফ উদ্দিন, আল মামুন।
বক্তাগন বলেন, একসময় আমরা এ ক্লাব নিয়ে গর্ববোধ করতাম, আমরা আজ কোথাও আমাদের ক্লাব সমন্ধে কোন আলোচনা করতে পারতেছিনা, কথা বলতে পারছিনা কারন সকলস্থরে দুর্নীতি। আমাদের এ ক্লাবের একটি অডিটোরিয়াম ছিলো, বড় একটি গেইট ছিলো এগুলো বিক্রিত করা হলো কেন। জমি জমার পত্তনির টাকা কোথায়, কেন অডিটোরিয়াম হলোনা, কার সার্থে এ অডিটোরিয়াম হলোনা বর্তমান কমিটির কাছে জবাব চাই, ক্লাবেব আসবাবপত্র কোথায়, ক্লাবের ফান্ডের টাকা কোথায়, অতি বিলম্বে এর সকল হিসাব দিয়ে সেচ্ছায় পদত্যাগ করুন। উপস্থিত সকল গন্যমান্য ব্যাক্তিদের নিকট থেকে লোকজন নিয়ে একটি এডহক কমিটি গঠন করুন। আলোচনা সভায় মদনগঞ্জ লক্ষ্যারচর ৪ তলা জামে মসজিদের সভাপতি জসীমউদ্দিন খানকে এডহক কমিটির প্রধান করা হয়। এতে উপস্থিত সকলে সম্মতি জানান।
আরো উপস্থিত ছিলেন, হাজী ফকির চান মাদবর, গনি প্রধান, মামসাদ হোসেন, আরজু মিয়া, আসাবুদ্দিন বাবু মিয়া, সাংবাদিক ফিরোজ খান, মোস্তফা খান মিঠু, জাহাঙ্গীর আলম, সিরাজুল ইসলাম, ওসমান গনি ডা. আরিফ চৌধুরী সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবৃন্দ।