স্টাফ রিপোর্টার : ১৯ নভেম্বর মঙ্গলবার ভোর রাতে আনুমানিক ০২:৩০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ পাগলায় রেল স্টেশনে দায়িত্বরত (৩য় সিপ্টের) আনসার সদস্যদের ডিউটি চলাকালীন সময় এক অপরিচিত ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজ করা অবস্হায় কর্তব্যরত আনসার সদস্য মো- কাজল,
পিতা- দেলোয়ার হোসেনের সামনে এসে তাকে লক্ষ করে লাঠি দিয়ে স্বজোড়ে আঘাত করে এবং খুব উচ্চস্বরে গালাগালি করে বলতে থাকে – তোরা কিসের ডিউটি করিস এবং আগামী নির্বাচনে কি দায়িত্ব পালন করবি, তোদের আমি দেখায় দেবো। এ কথা বলতে বলতেই হাতে থাকা লাঠি দিয়ে আবারও অন্য আনসার আঘাতের চেষ্টা করে। তার এ পাগলামী দেখে আনসার সদস্যগণ তাকে ঘিরে ফেলে এবং হাতে থাকা লাঠি অবস্থায় ধরে ফেলে।
খরব নিয়ে জানা যায়, ধৃত ব্যাক্তির নাম- মোঃ রুবেল মিয়া। বয়সঃ ৪১ বছর।তার পিতা- আব্দুল গফুর,মাতা- জাহানারা বেগম, গ্রাম- পাগলা পুর্ব পাড়া,ডাকঘর- কুতুবপুর,থানা- ফতুল্লা, উপজেলা- সদর নারায়ণগঞ্জ।
ধৃত আসামিকে আটকের পর সে বিভিন্নভাবে হুমকি-ধুমকি চিৎকার করতে থাকে এবং বারবার বলে যে, তোদেরকে দেখাই দেবো। আমার লোকজন নিয়ে আসতেছি। রাত-০৩:২৫ মিনিটে ঘটনার বিষয়টি কর্তব্যরত আনসার সদস্যগণ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাকে ফোনে অবগত করন।
তৎসময়ে সাথে সাথে ঘটনার বিষয়টি উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সম্মানিত জেলা কমান্ড্যান্ট মোঃ মাহবুবুর রহমান সরকার মহোদয় কে অবগত করিলে জেলা কমান্ড্যান্ট মহোদয়ের নির্দেশক্রমে দ্রুত পাগলা রেলস্টেশনের ঘটনাস্থলে গিয়ে আসামি রুবেল মিয়ার মৌখিক জবানবন্দি গ্রহণ করেন।
এ সময়ও আসামি রুবেল মিয়া উচ্চ ভাষায়,উৎশৃঙ্খল ভাষায় আনসার বাহিনীকে গালাগালি করেন।ধৃত আসামির বিষয়ে স্থানীয় পাগলা বাজার কমিটির মেম্বার মোঃ খলিলুর রহমানকে জিজ্ঞাসা করে জানা যায় ধৃত আসামী রুবেল মিয়া স্থানীয় জাতীয় পার্টির সদস্য ও প্রাক্তন ইউপি নির্বাচনে ঘুড়ি মার্কা নিয়ে মেম্বার হিসেবে নির্বাচন করেছেন। সে কোন ধরনের অসুস্থ্য বা পাগল নয় সম্পুর্ণ সুস্থ্য।
সে সুস্থ্য অবস্থায় আনসার সদস্যদের উপর আক্রমণ করেছে বলে তিনি বলেন।
এমতাবস্থায় জেলা কমান্ড্যান্ট মহোদয়ের সদিচ্ছায় উক্ত আসামিকে নারায়ণগঞ্জ কালিবাজার জিআরপি পুলিশের নিকট সপোর্দ করা হলে জিআরপি পুলিশের ফাঁড়ির সহকারী ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন আসামির মৌখিক জবানবন্দি নেওয়ার সময় আসামি স্বীকার করেন যে,তিনি নিজ ইচ্ছায় আনসার সদস্যের গায়ে লাঠি দিয়ে আঘাত করে।
উল্লেখ্য যে,”অপারেশন সুরক্ষিত যাতায়াত” এর আওতায় নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন পাগলা রেল স্টেশন হতে কালিবাজার রেল স্টেশন পর্যন্ত রেল লাইন ও রেল স্টেশনের নিরাপত্তায় ০৪ (চার) টি পোস্টে/ স্টেশনে টহল ডিউটিসহ মোট ৭০ (সত্তুর) জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন রয়েছে।
মহা পরিচালক,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্দেশনায় ও জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নারায়ণগঞ্জের ত্বত্তাবধানে রেল লাইন ও রেল স্টেশনের নিরাপত্তায় আনসার সদস্যগণ দায়িত্ব পালন করছে।