রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জ সদর উপজেলার ৪টি ইটভাটায় অভিযান চালিয়ে দু’টিকে ১০ লাখ টাকা জরিমানা ও অপর দু’টি ভাটার মালিকের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় ইটভাটাগুলোকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রæয়ারি) উপজেলার ফতুল্লার পাগলা এলাকায় বিশেষ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন ও সহকারী পরিচালক শেখ মোজাহীদ।
ইটভাটাগুলো হলো: পাগলা এলাকার আব্দুল্লাহ ব্রিকস সাপ্লায়ারস-১, আব্দুল্লাহ ব্রিকস সাপ্লায়ারস-২, দাপা শৈলকুড়া এলাকার এস ইউ এ ব্রিকস, এম এস বি ব্রিকস। এর মধ্যে আব্দুল্লাহ ব্রিকস সাপ্লায়ারস-১ এবং আব্দুল্লাহ ব্রিকস সাপ্লায়ারস-২ এর বিরুদ্ধে বিশেষ ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়। বাকি দু’টি ভাটা যথাক্রমে এস ইউ এ ব্রিকসকে ৭ লাখ টাকা ও এম এস বি ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, বাংলাদেশ পরিবেশ সংরণ আইন, ১৯৯৫ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে পরিচালিত পরিবেশ দূষণকারী ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।