ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় এমব্রয়ডারি কারখানার মালিক আ. সালামকে তুলে আনার অভিযোগে ৫ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে আ. সালাম বাদী হয়ে তার স্ত্রী রাবেয়া বেগম আনু(২৮), গ্রেফতারকৃত ৫ যুবকসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।
গ্রেফতারকৃতরা হলো মুন্সিগঞ্জ জেলার সদর থানার মৃত হাবিবুল্লাহর পুত্র মো. রাহাত(৪১), ফতুল্লা মডেল থানার শিয়াচর তক্কার মাঠ এলাকার বড় বাড়ীর সালাউদ্দিনের পুত্র রাকিব(২৮), একই এলাকার আলী আফসারের পুত্র রাশেদুল ইসলাম(৩০), শিয়াচর তক্কার মাঠস্থ হিমাচল মাঠ সংলগ্ন জজ মিয়ার পুত্র রাসেল(২৯), লালখাঁ পিটিআই ভবন সংলগ্ন আব্দুর রউফ মিয়ার পুত্র শাওন(৩৪)।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক কামাল হোসেন খান জানান,জরুরী সেবা ৯৯৯ এ ফোন পেয়ে বাদীর মালিকানাধীন এমব্রয়ডারি কারখানায় গিয়ে পাচজনকে গ্রেফতার করা হয়।কারখানার মালিক বাদী হয়ে তার স্ত্রীও গ্রেফতারকৃত পাচজন সহ অজ্ঞাতনামা আরো ২—৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং অপর পলাতক আসামীদের গ্রেফতারের চেস্টা করছে পুলিশ।