ফতু্ল্লা থেকে এক নারীসহ দুইজনকে আটক করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)। তাদের দাবি আটককৃতরা মাদক ব্যবসায়ী।শনিবার (১৫ অক্টোবর) দুপুরে তাদেরকে ফতুল্লার ভুঁইগড় গিরিধারা থেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানায় ডিবি।
আটককৃতরা হলো কক্সবাজার টেকনাফ থানার সামলাপুরের আব্দুর রাজ্জাকের ছেলে মো. রায়হান ওরফে ইব্রাহিম(২৩) ও একই থানার শিকদার পাড়ার ফরহাদ ওরফে রুবেলে স্ত্রী জিয়াসমীন আক্তার ওরফে ফাতিমা (২০)। তবে পালিয়ে যেতে সক্ষম হয় জান্নাতী পিংকি নামক অপর এক নারী মাদক ব্যবসায়ী।
জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান ভুঁইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লা মডেল থানার ভুঁইগড় হারুন হাওলাদারের রিক্সা গ্যারেজের সামনের রাস্তায় অভিযান চালিয়ে ১ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ রায়হান ওরফে ইব্রাহিম ও জিয়াসমিন আক্তার ওরফে ফাতিমাকে আটক করে। এ সময় পালিয়ে যায় অপর এক নারী মাদক ব্যবসায়ী জান্নাতী পিংকি। ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।