রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫ চুলের রহস্য ফাঁস করলেন ক্যাটরিনা গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন ১২ ম্যাচে নবম হার ম্যানসিটির, আর্সেনালের বড় জয় নারায়নগঞ্জ ক্লাবের নির্বাচনে সভাপতি পদে জয়ী হলেন- মোঃ সোলায়মান ডোপ টেস্টে চালকসহ দুইজনের মদপানের সত্যতা মিলেছে জিয়াউর রহমানকে ‘খুনি-রাজাকার’ বলায় যুবলীগ নেতার বাড়িতে হামলা ৩০ ডিসেম্বর চুনকা পাঠাগারে আন্তর্জাতিক লেখক দিবস উদযাপন করবে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ মদনগঞ্জ দারুস সালাম মাদরাসা’র বার্ষিক ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও দোয়ার অনুষ্ঠান উত্তর ভারতের প্রেক্ষাগৃহ থেকে নামানো হচ্ছে ‘পুষ্পা-২’

ফতুল্লায় যুবককে কুপিয়ে হত্যা, আটক ২

  • আপডেট সময় সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ১০.১২ এএম
  • ৮ বার পড়া হয়েছে

ফতুল্লায় সজীব দেবনাথ (২৮) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। গাজাঁ সেবন কালে কথা-কাটাকাটির জের ধরে তাকে হত্যা করা হয়। নিহত সজীব দেবনাথ বরগুনা জেলার সদর থানার শুশু কাঠপট্টি সড়কের আশুতোষ দেবনাথের পুত্র। ঘটনাট ঘটেছে শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ফতুল্লা থানার সীমান্তের পাগলা তালতলা এলাকায়।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করে। তারা হলো-রবি (১৭) ও সাজ্জাদ (১৮) । এরমধ্যে ফতুল্লা থানার পাগলা নয়ামাটি এলাকার বিজয় মন্ডলের পুত্র রবি ও সাজ্জাদ একই থানার পাগলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন বারেক দেওয়ানের ভাড়াটিয়া মিঠুর পুত্র।

ড্রেজার শ্রমিকরা জানান, বুড়িগঙ্গা নদী থেকে পাগলা তালতলা এলাকা দিয়ে একাধীক ড্রেজারের মাধ্যমে তীরে বালু উঠানো হয়। রাত হলেই এসব ড্রেজারে স্থানীয় মাদকাসক্ত যুবকরা এসে মাদকের আড্ডা দেয়। তাদের ড্রেজারে উঠতে বাধা দিলে দলবল নিয়ে এসে শ্রমিকদের মারধর করে। এজন্য স্থানীয়রা মাদকাসক্তদের কিছু বলতে কেউ সাহস করে না।

তারা আরো জানান, শনিবার দিবাগত রাত সাড়ল বারেটার দিকে সজিব, রবি ও সাজ্জাদ নামে তিন যুবক তৌহিদ ট্রেডার্সের ঘাট দিয়ে নদীতে ভাসমান পাঁচতারা আনলোড নামে ড্রেজারে উঠে। গাজা সেবন অবস্থায় তিনজন তর্কে জড়িয়ে পড়ে। এসময় রবি ও সাজ্জাদ মিলে সজিবকে গাজা কাটার ছুরি দিয়ে পেটে আঘাত করে। তখন সজিব চিৎকার করলে ড্রেজার শ্রমিকরা ঘুম থেকে উঠে আসলে তারা দৌড়ে তীরে উঠে আবারো ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে সজিব মাটিতে লুটে পড়লে রবি ও সাজ্জাদ পালিয়ে যায়। তখন থানায় খবর দিলে তাৎক্ষনিক পুলিশ এসে ধাওয়া করে রবি ও সাজ্জাদকে আটক করেন।

নিহতের বাবা জানায়, তিনি মিরপুরের ম্যাসে থেকে একটি কোম্পানিতে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত রয়েছে। নিহত সজিব ঢাকা মিরপুরস্থ একটি ঔষধ কোম্পানীতে চাকুরি করতো। এক বছর পূর্বে চাকুরি ছেড়ে দিয়ে গ্রামের বাড়ীতে চলে যায়। দুই মাস পূর্বে তার ছেলে গ্রামের বাড়ী থেকে মিরপুর তার নিকট চলে আসে। প্রায় এক মাস পূর্বে নতুন চাকরি কাচামালের আড়তে যোগদানের কথা বলে ফতুল্লার পাগলায় চলে আসে। রাত ৪ টার দিকে ফতুল্লা থানা পুলিশ মেবাইল ফোনে তাকে তার ছেলের মৃত্যু সংবাদ জানায়। নিহত সজিব দেবনাথ বিবাহিত বলে তিনি জানান।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম জানান,মাদক সেবনের এক পর্যায়ে তাদের মাঝে মারামারি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় সজীব দেবনাথ। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ দুজনকে আটক করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort