ফতুল্লার কুতুবপুরের কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গ্রুপ প্রধান ইমন (২৪) রক্তাক্ত জখমসহ আহত হয়েছে অপর গ্রুপের রাব্বি (২৩) ও তার বোন জুথি (২৫)৷
ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে কুতুবপুরের মুসলিমপাড়া মিনার মসজিদ সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাব্বি ও রতনের কিশোর গ্যাংয়ের সাথে বেশ কিছুদিন ধরেই বিরোধ চলে আসছিলো কিশোর গ্যাংয়ের হোতা ইমনের৷ আজ বিকেলে দুজন শিশুর মধ্যে মারামারির ঘটনায় প্রথমে পরিস্থিতি উত্তপ্ত হয়। এরপর কিশোর গ্যাংয়ের হোতা ইমন ৫-৭জনকে নিয়ে হামলা চালায় রাব্বির বাড়িতে৷ সেখানে রাব্বিকে না পেয়ে তার বোন জুথিসহ অন্যান্য নারী সদস্যদের মারধর করে ও বাড়িতে ভাঙচুর চালায় ইমন,খবির মোহন, মহসিন, ঝর্না, আয়েশা৷ হামলায় জুথি রক্তাক্ত জখম হন৷ এই ঘটনায় রাব্বি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে বিচার চাইতে গেলে সেখানে খবিরের সাথে তার তর্কাতর্কি হয়৷ একপর্যায়ে খবির রাব্বিকে ধাক্কা দিলে রাব্বি খবিরকে থাপ্পড় দেয় ও লাঞ্চিত করে৷
খবর পেয়ে কিশোর গ্যাংয়ের সদস্যদের সাথে নিয়ে সুইচ গিয়ার সহকারে ঘটনাস্থলে আসে ইমন৷ শুরু হয় উভয়পক্ষে সংঘর্ষ৷ এতে রক্তাক্ত জখম হয় ইমন৷ ইট দিয়ে তার মুখমণ্ডল থেতলে দেয় প্রতিপক্ষ গ্রুপটি৷ সংঘর্ষে আহত হয় রাব্বিও৷ একপর্যায়ে এলাকাবাসী জড়ো হয়ে উভয়পক্ষকে থামান৷
অনুসন্ধানে জানা যায়, ইমনের বিরুদ্ধে কুতুবপুরে অসংখ্য অপকর্মের অভিযোগ রয়েছে৷ কিশোর গ্যাং লালন, মাদক ব্যবসা, নারী দিয়ে বাসায় ডেকে এনে ব্ল্যাকমেইলিংসহ আরো নানা অভিযোগে অভিযুক্ত ইমন। তার পিতা ডাকাতি মামলায় কারাগারে আছেন৷ ইমনের সৎ পিতা খবিরউদ্দিনও কুতুবপুরে জুয়ার বোর্ড পরিচালনা, মাদক ব্যবসার সাথে জড়িত৷
কিশোর গ্যাংয়ের এই দুই সদস্যের বিরুদ্ধেও রয়েছে মাদক ব্যবসা ও সন্ত্রাসের অভিযোগ৷ মারামারির ঘটনায় উভয়পক্ষ থেকে ফতুল্লা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যায়৷
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা থানার উপপরিদর্শক সৈয়দ আজিজুল হক বলেন, দুই গ্রুপে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যাই৷ স্থানীয় মুরুব্বিরা সামাজিকভাবে এর মীমাংসা করবেন বলে পুলিশকে আশ্বাস দিয়েছেন।