ফতুল্লায় ট্রাক চাপায় মীম নামে আট বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত মিম দক্ষিণ সস্তাপুর এলাকার মতি মিয়ার মেয়ে। বৃহস্পতিবার রাত ১১ টায় ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই এলাকাবাসী ধাওয়া করে ট্রাকসহ চালককে আটক করে পুলিশে দিয়েছে।
ফতুল্লা মডেল থানার এস আই মোস্তফা কামাল খান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকসহ চালককে আটক করা হয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।