শনিবার, ১০ মে ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হলো আইভীকে আইভীকে বহনকারী পুলিশের গাড়িতে হামলা, ককটেল বিস্ফোরণ সাবেক মেয়র আইভী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ভবন মালিকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি প্রাণের বিদ্যাপীঠ সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় -৯৪: পাঠশালার সেই সোনালী দিনগুলো আর ফিরবে না, তবে স্মৃতির পাতায় চিরঅম্লান। সিদ্ধিরগঞ্জে আদমজী বিহারী কলোনি এলাকায় নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ডিলার নাহিদের মাদক ব্যাবসা অনৈতিক ও অযৌক্তিক দাবি পুরন না হওয়ায় প্রধান শিক্ষকের নামে অপপ্রচার এর অভিযোগ ‘ডাবল টাইমিং’ অভিযোগে অবাক অহনা, প্রশ্ন তুললেন শামীমকে নিয়ে প্লে-অফের আগে ব্যাঙ্গালুরু দলে বড় ধাক্কা, স্কোয়াডে রদবদল ভারতের গর্বের ৫টি যুদ্ধবিমান এখন কেবল ছাই আর ধ্বংসস্তূপ: শেহবাজ

ফতুল্লায় কাস্টমস কর্মকর্তার শাস্তির দাবিতে ঝাড়ু মিছিল ও মানববন্ধন

  • আপডেট সময় শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ২.০৭ পিএম
  • ২৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় মারুফ নামের এক কাস্টমস কর্মকর্তার সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২৭ শে ফেব্রুয়ারী) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ মানববন্ধন করা হয়।
অভিযুক্ত মারুফ ফতুল্লা থানার কাঠেরপুল এলাকার অবসরপ্রাপ্ত কাস্টমস ড্রাইভার জামাল মিয়ার ছেলে। বর্তমানে সে সাভার ইপিজেডে কর্মরত রয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী হত্যা মামলা রয়েছে ফতুল্লা মডেল থানায়।

মানববন্ধনে ক্ষুব্ধ এলাকাবাসী জানায়, দীর্ঘদিন যাবত কাস্টমস কর্মকর্তার পরিচয় দিয়ে মারুফ ফতুল্লার সস্তাপুর, কাঠেরপুল এলাকাসহ বিভিন্ন এলাকায় মাদকের আসর বসিয়ে ও বিক্রি করে আসছে। প্রকাশ্যে মারুফের লোকজন মাদক বিক্রয়সহ নানান অপকর্ম করছে। এর প্রতিবাদ করতে গেলে মারুফ ও তার লোকজনের কাছে নির্যাতিত হচ্ছে নিরীহ এলাকাবাসী। সে বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার আসামি হয়েও প্রকাশ্যে এরুপ অপকর্ম করে বেড়াচ্ছে। আমরা তার বিচার চাই।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ডাইং কারখানার একজন মালিক বলেন, মারুফ কাস্টমস কর্মকর্তার পরিচয় বহন করে বিভিন্ন মিলে অহেতুক কাগজপত্রে ঝামেলা আছে বলে মামলার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। পাশাপাশি জোড়পূর্বক বিভিন্ন ব্যবসায়ীদের নিকট থেকে ঝুটসহ বিভিন্ন মালামাল নাম মাত্র মূল্য দিয়ে জোরপূর্বক নিয়ে নেয়। সে একজন মাদক সেবী ও মাদক ব্যবসায়ীদের শেল্টারদাতা। তার একটি কিশোরগ্যাং বাহিনী রয়েছে। এই বাহিনীর মাধ্যমে সে নানা অপরাধমূলক কর্মকান্ড ঘটায়। তার এই অপকর্মের প্রতিবাদে কুতুবআইল, সস্তাপুর ও কাঠেরপুল এলাকার সর্বস্তরের জনগণ ঝাড়ু নিয়ে প্রতিবাদে রাস্তায় নেমে আসে।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান হবুল,স্থানীয় পঞ্চায়েত কমিটির আহবায়ক মো. গোলজার হোসেন, সদস্য সচিব মো. আব্দুল মোনায়েম, মো. ফারুক হোসেন, মোঃ সেলিম রেজা, স্থানীয় পঞ্চায়েত কমিটির সদস্য ডা. মো. ওলি আহমেদ সহ প্রমুখ।

এরআগে, গত মঙ্গলবার এলাকাবাসি কাস্টম কর্মকর্তা মারুফের মাদকের আস্তায় অভিযান চালায় এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে এলাকায় বিক্ষোভ মিছিল করে।

এ বিষয়ে মন্তব্য নেওয়ার জন্য অভিযুক্ত মারুফের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort